হোম > সারা দেশ > ফরিদপুর

নগরকান্দায় চাচার রামদার কোপে ভাতিজা নিহত হওয়ার অভিযোগ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় চাচার রামদার কোপে ভাতিজা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার বিকেলে উপজেলা কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় ১০ ব্যক্তি আহত হয়েছেন। 

হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন। তিনি বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে।’ 

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, চাচা সিরাজ কারিকর ও ভাতিজা ওবায়দুর কারিকরের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলছিল। আজ বিকেলে বাড়ির পাশে চাচা-ভাতিজার কথা-কাটাকাটি চলছিল। একপর্যায়ে সিরাজ রামদা নিয়ে ভাতিজার মাথায় কোপ দেন। ভাতিজাকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। 

ওবায়দুরের ভাই ফারুক কারিকর বলেন, ‘গত ২৬ এপ্রিল আমার চাচাতো ভাই রবিউল কারিকরের ছেলে মস্তোফা কারিকরের মুসলমানি অনুষ্ঠান করি। এতে চাচা সিরাজকে দাওয়াত দেওয়ার পরও তিনি অনুষ্ঠানে আসেননি। আজ বিকেলে ভাই ওবায়দুর আর চাচা সিরাজ কথা-কাটাকাটি করছিলেন। এমন সময় চাচা রামদা নিয়ে ভাইয়ের মাথায় কোপ দেন। ভাইকে উদ্ধার করতে এগিয়ে গেলে চাচা সিরাজ, আরেক চাচা পাউচা কারিকরের ছেলে আওলাদ, জাহাঙ্গীর সহ আরে ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালান। এতে নারীসহ আরও ১০ জন আহত হয়েছেন। আহতদের নগরকান্দা ও মুকসুদপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭