নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের নতুন বেসরকারি এয়ারলাইনস এয়ার এ্যাস্ট্রা চিফ কমার্শিয়াল অফিসার পদে সোহেল মাজিদকে নিয়োগ দিয়েছে। আজ রোববার (০৩ মার্চ) থেকে তিনি এ পদে নিযুক্ত হবেন। এয়ার এ্যাস্ট্রায় যোগদানের পূর্বে সোহেল মাজিদ শেয়ার ট্রিপের চিফ অপারেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
এয়ারলাইন ও ট্রাভেল ইন্ডাস্ট্রিতে সোহেল মাজিদ ২৫ বছরের সুদীর্ঘ ক্যারিয়ারে তিনি ইউএস বাংলা এয়ারলাইনস, নভোএয়ার, রিজেন্ট এয়ারওয়েজ, বেস্ট এয়ার, সিঙ্গাপুর এয়ারলাইনস, সিল্কএয়ার এবং চায়না সাউদার্নের মতো স্বনামধন্য এয়ারলাইনে শীর্ষ পদে কাজ করেছেন। তিনি এয়ার এ্যাস্ট্রায় এখন নতুন পদে তাঁর এই অভিজ্ঞতা ও দূরদৃষ্টি কাজে লাগাবেন।
এ ব্যাপারে সোহেল মাজিদ বলেন, ‘আমি নতুন চ্যালেঞ্জ নিয়ে এয়ার এ্যাস্ট্রার চিফ কমার্শিয়াল অফিসার হিসেবে কাজ করার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত। আমি প্রযুক্তির ব্যবহার এবং ট্রাভেল অ্যান্ড টুরিজম ইন্ডাস্ট্রির বিকাশের লক্ষ্যে পরিবর্তনে বিশ্বাসী। আমি এয়ার এ্যাস্ট্রার ব্যতিক্রমী ও উদ্যম দলের সঙ্গে কাজ করার এবং কোম্পানির অব্যাহত সাফল্যের জন্য উন্মুখ।’
এয়ার এ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ বলেন, ‘চিফ কমার্শিয়াল অফিসার হিসেবে এয়ার এ্যাস্ট্রায় সোহেল মজিদকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এবং সফলতা তাঁকে আমাদের দলের জন্য একটি অমূল্য সম্পদ করে তুলেছে। আমরা নিশ্চিত যে তাঁর নেতৃত্ব এবং দৃষ্টিভঙ্গি আগামী বছরগুলোতে এয়ার এ্যাস্ট্রার সাফল্যের জন্য সহায়ক হবে।’
উল্লেখ্য, নতুন বেসরকারি এয়ারলাইনস এয়ার এ্যাস্ট্রার বর্তমানে তিনটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির টার্বোপ্রপ এয়ারক্রাফট এবং ৭০ জন যাত্রী বহন করতে সক্ষম। বর্তমানে এয়ার এ্যাস্ট্রা ঢাকা, কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরে প্রতিদিন ২৮টি ফ্লাইট পরিচালনা করছে।