হোম > সারা দেশ > ঢাকা

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা ঝুঁকি দেখছে না ডিএমপি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসকে ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি বা শঙ্কা দেখছে না ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ সোমবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা বিষয়ে পরিদর্শন শেষে সার্বিক বিষয় নিয়ে আলাপকালে এ কথা বলেন ডিএমপি কমিশনার কমিশনার হাবিবুর রহমান। 

ডিএমপি কমিশনার বলেন, ‘এই মুহূর্তে আমাদের কাছে নিরাপত্তা ঝুঁকির তথ্য নেই। তারপরও পুলিশ সব ধরনের নিরাপত্তা হুমকির বিষয়গুলো বিশ্লেষণ করে সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে।’ 

সব হুমকি মাথায় রেখে সার্বিক ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে হাবিবুর রহমান বলেন, ‘সমগ্র এলাকা সিসিটিভি ক্যামেরা দ্বারা আচ্ছাদিত থাকবে। আমাদের বোম্ব ডিসপোজাল টিম, সোয়াট টিম, ফায়ার সার্ভিস, মেডিকেল টিমমহ অন্যান্য টিম নিরাপদ দূরত্বে স্ট্যান্ডবাই থাকবে।’ 

ডিএমপি কমিশনার জানান, শহীদ মিনার এলাকায় সার্বক্ষণিক তল্লাশি ব্যবস্থা এবং পেট্রোলিংয়ের ব্যবস্থা রয়েছে। ড্রোন পেট্রোলিং, মোবাইল পেট্রোলিং এবং সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। 

শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার আরও বলেন, ‘যারা কেন্দ্রীয় শহীদ মিনারে আসবেন তাদের প্রতি আমাদের অনুরোধ, পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে এখানে আসবেন এবং শৃঙ্খলা মেনে চলবেন। সব নাগরিকের কাছ থেকে পুলিশ সহনশীল আচরণ প্রত্যাশা করে।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য