Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা ঝুঁকি দেখছে না ডিএমপি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা ঝুঁকি দেখছে না ডিএমপি 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসকে ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি বা শঙ্কা দেখছে না ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ সোমবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা বিষয়ে পরিদর্শন শেষে সার্বিক বিষয় নিয়ে আলাপকালে এ কথা বলেন ডিএমপি কমিশনার কমিশনার হাবিবুর রহমান। 

ডিএমপি কমিশনার বলেন, ‘এই মুহূর্তে আমাদের কাছে নিরাপত্তা ঝুঁকির তথ্য নেই। তারপরও পুলিশ সব ধরনের নিরাপত্তা হুমকির বিষয়গুলো বিশ্লেষণ করে সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে।’ 

সব হুমকি মাথায় রেখে সার্বিক ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে হাবিবুর রহমান বলেন, ‘সমগ্র এলাকা সিসিটিভি ক্যামেরা দ্বারা আচ্ছাদিত থাকবে। আমাদের বোম্ব ডিসপোজাল টিম, সোয়াট টিম, ফায়ার সার্ভিস, মেডিকেল টিমমহ অন্যান্য টিম নিরাপদ দূরত্বে স্ট্যান্ডবাই থাকবে।’ 

ডিএমপি কমিশনার জানান, শহীদ মিনার এলাকায় সার্বক্ষণিক তল্লাশি ব্যবস্থা এবং পেট্রোলিংয়ের ব্যবস্থা রয়েছে। ড্রোন পেট্রোলিং, মোবাইল পেট্রোলিং এবং সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। 

শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার আরও বলেন, ‘যারা কেন্দ্রীয় শহীদ মিনারে আসবেন তাদের প্রতি আমাদের অনুরোধ, পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে এখানে আসবেন এবং শৃঙ্খলা মেনে চলবেন। সব নাগরিকের কাছ থেকে পুলিশ সহনশীল আচরণ প্রত্যাশা করে।’

সাইনবোর্ড টাঙিয়ে বালু লুট বিএনপি নেতার

রমজান ও ঈদে টাকা পরিবহনে এসকর্ট সেবা দেবে ডিএমপি

শ্রীপুরে টাকার জন্য মা-বাবাকে মারধর মাদকাসক্ত ছেলের

সরকার অভ্যুত্থানের মর্মবস্তু ধারণ করতে ব্যর্থ: গণতান্ত্রিক অধিকার কমিটি

কীর্তিনাশায় হাত-পা ধুতে গিয়ে মিলল আরেক ‘ডাকাতের’ লাশ

আমির হোসেন আমু, স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

চার দফা দাবি আদায়ে ১০ মার্চ পর্যন্ত ম্যাটস শিক্ষার্থীদের আলটিমেটাম

মাদারীপুরে ট্রিপল মার্ডার: ইউপি চেয়ারম্যানসহ ২ জন গ্রেপ্তার

১৩ দফা দাবিতে শ্রমিক কর্মবিরতি, শ্রীপুরে সোয়েটার কারখানা বন্ধ ঘোষণা

ঈদের আগেই উত্তরখানের প্রধান সড়কের কার্পেটিং শেষ হবে: ডিএনসিসি প্রশাসক