হোম > সারা দেশ > ঢাকা

ফারদিন হত্যার সুষ্ঠু তদন্ত চান বুয়েট শিক্ষার্থীরা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধারের প্রায় দুই সপ্তাহ পর এখন পর্যন্ত প্রকৃত হত্যাকারী চিহ্নিত হয়নি। হত্যার কারণ এখনো পরিপূর্ণরূপে উদ্‌ঘাটিত হয়নি। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।

আজ শনিবার দুপুরে বুয়েট শহীদ মিনার চত্বরে আয়োজিত এক মানববন্ধনে এমন দাবি জানান ফারদিনের সহপাঠী ও বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। 

মানববন্ধনে ফারদিনের সহপাঠী সাদমান বলেন, ‘দুই সপ্তাহ হয়ে গেলেও তদন্ত কোন দিকে যাচ্ছে, আমরা এখনো জানি না। ডিবি ও র‍্যাব যখন যা জানতে পারছে, আমাদের জানাচ্ছে। আমরা জানি, এখনো তদন্ত শেষ হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর পূর্ণ আস্থা আছে আমাদের।’ 

সাদমান আরও বলেন, ‘সে আমাদের ক্লাস রিপ্রেজেনটেটিভ ছিল। তার মধ্যে সেই দায়িত্ববোধটা ছিল। ওর কোনো পূর্বশত্রুতা থাকলে আমরা সেটা সম্পর্কেও কিছু বলতে পারতাম। কিন্তু এমন কিছুই ছিল না।’

ফারদিনের আরও একজন সহপাঠী সাফি বলেন, ‘আমরা অপেক্ষা করছি সুষ্ঠু তদন্তের। আমাদের বন্ধুকে হত্যায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তি চাই।’

সর্বোচ্চ গুরুত্বসহকারে ফারদিন হত্যার তদন্ত চালিয়ে দ্রুততম সময়ে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন উপস্থিত শিক্ষার্থীরা।

উপস্থিত শিক্ষার্থীরা জানান, ফারদিনের মৃত্যুতে তাঁরা শোকস্তব্ধ এবং ক্ষুব্ধ। সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত ফারদিনের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা ফারদিনের পরিবারের পাশে আছে এবং থাকবে। ভবিষ্যতে ফারদিনের মতো আর কোনো মেধাবী প্রাণ অকালে ঝরে পড়বে না এই আহ্বান জানান তাঁরা। 

উল্লেখ্য, ৪ নভেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিন নূর পরশ নিখোঁজ হন। পরে ৭ নভেম্বর শীতলক্ষ্যা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭