হোম > সারা দেশ > রাজবাড়ী

সাড়ে ৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি

ঘন কুয়াশায় সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘন কুয়াশার কারণে মঙ্গলবার দিবাগত রাত দেড়টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব‍্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেন। 

সকাল ৮টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে দেড় কিলোমিটার এলাকায় যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এসব যানবাহনের মধ্যে পণ্যবাহী ট্রাকই বেশি। শীতের মধ্যে দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। 

জামান পরিবহনের যাত্রী আশরাফুল ইসলাম বলেন, ‘জরুরি কাজে ঢাকায় যাচ্ছি। ঘাটে এসে দেখি ফেরি চলছে না। এখন বসে বসে ভাবছি, সময়মতো ঢাকায় পৌঁছাতে পারব তো? কী যে ভোগান্তিতে পড়লাম! পদ্মা সেতু দিয়ে গেলে এই ভোগান্তিতে পড়তে হতো না।’ 

আরেক যাত্রী সোহান বলেন, ‘এখানে আরেকটি সেতু জরুরি হয়ে পড়েছে। কুয়াশায় প্রতিবছরই এই ভোগান্তিতে পড়তে হয় আমাদের।’ 

বেনাপোল থেকে আসা ট্রাকচালক মোখলেছুর রহমান বলেন, রাত ২টার সময় ফেরিঘাটে এসেছি। আসার পর জানতে পারি ফেরি চলাচল বন্ধ। কখন চালু হবে সেটা জানি না। 

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব‍্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, রাত দেড়টায় ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে মাঝ নদীতে কোনো ফেরি আটকে ছিল না। কুয়াশা কেটে গেলে সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য