হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে স্কুলছাত্রকে শ্বাসরোধে হত্যা, অটোরিকশা ছিনতাই 

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে মো. আজিজুল ইসলাম (১৫) নামের এক স্কুলছাত্রকে শ্বাসরোধে হত্যার পর দুর্বৃত্তরা তার অটোরিকশা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ পানগাঁও সড়কে বসুন্ধরা রিভারভিউ এলাকায় একটি ফার্মাসিটিক্যালস কারখানার পাশে কলা গাছের ঝোপের ভেতর থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয় । সে শুভাঢ্যা ইউনিয়নের মীরেরবাগ এলাকার ওরিয়েন্ট টেক্সটাইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। আজিজুলের বাবার নাম মিঠু শেখ। বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার গোয়াবাড়িয়া গ্রামে। দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মিরেরবাগ এলাকায় হাজী রুহুল আমিনের বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়ায় থাকতো ওই কিশোর।

নিহত আজিজুলের চাচা নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আজিজুল মীরেরবাগ ওরিয়েন্ট টেক্সটাইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে লেখাপড়া করত। পরিবারের আর্থিক অভাবের কারণে মাঝেমধ্যে সে অটোরিকশা চালিয়ে লেখাপড়ার খরচ চালাত। গতকাল শনিবার মাগরিবের পর সে অটোরিকশা নিয়ে বের হয়। ইকুরিয়া এলাকা থেকে যাত্রী বেশে অটোরিকশা চোর চক্রের কয়েকজন ছিনতাইকারী তার অটোরিকশায় ওঠে। পরে ওই ছিনতাইকারী চক্র আজিজুলের অটোরিকশা নিয়ে বসুন্ধরা রিভারভিউ এলাকায় ঘোরাঘুরি করতে থাকে। একপর্যায়ে ছিনতাইকারী চক্রটি অফসনিন ফার্মাসিটিক্যালস কারখানার পাশে একটি কলা গাছের ঝোপের ভিতর তাঁর ভাতিজাকে নিয়ে পরনের প্যান্টের বেল্ট গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে এবং অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।’ 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে হত্যাকাণ্ড ঘটেছে। এই ঘটনায় নিহতের বাবা মিঠু শেখ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।’ 

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল