হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার দাবিতে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের ফতুল্লায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশে ট্রাকস্ট্যান্ড নির্মাণ বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন বিভিন্ন কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।

আজ রোববার দুপুরে ফতুল্লার লামাপাড়া এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ফতুল্লা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বিপরীত পাশে আবাসিক ও শিল্প এলাকার সামনে ট্রাকস্ট্যান্ড নির্মাণের কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। এখানে ট্রাকস্ট্যান্ড করা হলে বহিরাগতদের আড্ডা ও মাদকের আখড়া গড়ে উঠবে। এতে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত কয়েক হাজার শ্রমিকের চলাচলে বিঘ্ন ঘটবে। এমন অবস্থায় এই স্থানে ট্রাকস্ট্যান্ড না করতে জেলা প্রশাসকের প্রতি দাবি জানান তাঁরা।

প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ শেষে মানববন্ধনের আয়োজকেরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

এ বিষয়ে জেলা প্রশাসক জানান, ‘শহরের যানজট নিরসন ও যত্রতত্র পার্কিং বন্ধে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক ও জনপথ বিভাগ ছোট-বড় বিভিন্ন আকারের যানবাহন পার্কিংয়ের জন্য চারটি স্ট্যান্ড নির্মাণের কাজ করছে। আমরা চেষ্টা করব এখানে যেন মাদকের আড্ডা বা মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন না ঘটে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭