Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

পদ্মায় দুই ফেরির সংঘর্ষের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি

শরীয়তপুর প্রতিনিধি

পদ্মায় দুই ফেরির সংঘর্ষের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি

শিমুলিয়া-মাঝিরঘাট নৌরুটে দুই ফেরির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিসি। বিআইডব্লিউটিসির মেরিন বিভাগের ডিজিএম মো. শাহজাহানকে প্রধান করে গঠন করা তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আজ রোববার দুপুরে এই তদন্ত কমিটি গঠন করা হয়। 

নিহত খোকন শিকদার ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার হারুন শিকদারের ছেলে। দুপুর ১২টার দিকে নিহত হারুন শিকদারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে শিমুলিয়া নৌ-পুলিশ ফাড়ি। 

বিআইডব্লিউটিসির মেরিন বিভাগের সহ-মহাব্যবস্থাপক আহমেদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে শিমুলিয়া-মাঝিরকান্দি নৌপথের পদ্মা নদীর জাজিরা প্রান্তের পাইনপাড়া চ্যানেলের মুখে বেগম সুফিয়া কামাল ও বেগম রোকেয়া ফেরির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন এক পিকআপচালক। সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফেরিতে থাকা অন্তত আটটি যানবাহন। 

নিহত হারুন শিকদারের স্ত্রী তাহামিনা বলেন, ‘গতকাল রাত ১২টার সময় ফোন করে মালামাল নিয়ে ফরিদপুরে যাওয়ার কথা বলেন হারুন। এরপর ভোররাতে তাঁর নম্বর থেকে ফোন করে মৃত্যুর খবর জানায় পুলিশ। আমি চার সন্তান নিয়ে এখন কোথায় যাব? সংসার চালানোর মতো কেউ নেই আমার।’ 

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নেতৃত্বের শূন্যতায় নগর জীবনে দুর্ভোগ চরমে

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু