হোম > সারা দেশ > শরীয়তপুর

পদ্মায় দুই ফেরির সংঘর্ষের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি

শরীয়তপুর প্রতিনিধি

শিমুলিয়া-মাঝিরঘাট নৌরুটে দুই ফেরির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিসি। বিআইডব্লিউটিসির মেরিন বিভাগের ডিজিএম মো. শাহজাহানকে প্রধান করে গঠন করা তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আজ রোববার দুপুরে এই তদন্ত কমিটি গঠন করা হয়। 

নিহত খোকন শিকদার ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার হারুন শিকদারের ছেলে। দুপুর ১২টার দিকে নিহত হারুন শিকদারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে শিমুলিয়া নৌ-পুলিশ ফাড়ি। 

বিআইডব্লিউটিসির মেরিন বিভাগের সহ-মহাব্যবস্থাপক আহমেদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে শিমুলিয়া-মাঝিরকান্দি নৌপথের পদ্মা নদীর জাজিরা প্রান্তের পাইনপাড়া চ্যানেলের মুখে বেগম সুফিয়া কামাল ও বেগম রোকেয়া ফেরির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন এক পিকআপচালক। সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফেরিতে থাকা অন্তত আটটি যানবাহন। 

নিহত হারুন শিকদারের স্ত্রী তাহামিনা বলেন, ‘গতকাল রাত ১২টার সময় ফোন করে মালামাল নিয়ে ফরিদপুরে যাওয়ার কথা বলেন হারুন। এরপর ভোররাতে তাঁর নম্বর থেকে ফোন করে মৃত্যুর খবর জানায় পুলিশ। আমি চার সন্তান নিয়ে এখন কোথায় যাব? সংসার চালানোর মতো কেউ নেই আমার।’ 

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন