হোম > সারা দেশ > ঢাকা

স্ত্রীসহ এনএসআইয়ের সাবেক মহাপরিচালকের ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এনএসআইয়ের সাবেক ডিজি টি এম জোবায়ের। ছবি: সংগৃহীত

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়ের ও তাঁর স্ত্রী মিসেস ফাহমুদা মাসুদের চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান।

দুদকের উপ-পরিচালক মো. মনজুর আলম দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন। আবেদন অনুযায়ী চারটি ব্যাংকে তাঁদের ২৬ লাখ ৫ হাজার ৮০১ টাকা রয়েছে।

আবেদনে বলা হয়েছে, চাকরিতে থাকা অবস্থায় টি এম জোবায়ের মোটা অঙ্কের ঘুষ নিয়ে বিভিন্ন পদে চাকরির দেওয়ার আশ্বাস দিয়ে ও ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে দেখিয়ে কোটি কোটি টাকা অবৈধভাবে অর্জন করেছেন। তিনি অবৈধ সম্পদ অর্জন করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে বিপুল সম্পদ গড়ে তুলেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি ২৯ লাখ ৪৫ হাজার পাউন্ড দিয়ে লন্ডনে বাড়ি কিনেছেন। তাঁর বিরুদ্ধে এই অভিযোগ দুদক অনুসন্ধান করছে।

অনুসন্ধানকালে জানা গেছে, তাঁর ব্যাংকে যে পরিমাণ টাকা স্থিতি রয়েছে, তা অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করতে পারেন। তিনি যাতে স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর করতে না পারেন, সে জন্য আদালতের নিষেধাজ্ঞা প্রয়োজন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭