হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা ও মুন্সীগঞ্জে সংঘর্ষে আহত ১২ জন ঢামেকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে অসহযোগ আন্দোলনের সমর্থনে বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় দুপুর পর্যন্ত ১২ জনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে গুলিবিদ্ধও রয়েছেন। 

রাজধানীর শাহবাগ, শনির আখড়া, গুলিস্তান ও মুন্সিগঞ্জ এলাকা থেকে তাঁদের নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এই পর্যন্ত সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে ১২ জন চিকিৎসা নিতে এসেছে।’

এর আগে রোববার সকালে ঢামেক সূত্র জানায়, শাহবাগে ছাত্রলীগ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আহতেরা হলেন মাহিন (২৫), হাসিবুর রহমান (৩০), সুভাষ (২৪), তানভীর রহমান (২০) ও সেলিম (৪০)। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাহবাগে আহত অবস্থায় পাঁচজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। বেলা ১১টা থেকে পৌনে ১২টা নাগাদ তাঁদের হাসপাতালে নেওয়া হয়। 

এর আগে সকাল সাড়ে ১০টায় বিভিন্ন এলাকা থেকে শাহবাগ মোড়ে জড়ো হন বিক্ষোভকারীরা। সেখানে কিছুক্ষণ অবস্থান নিয়ে ছাত্রলীগের একদল নেতা-কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে বিক্ষোভকারীরা তাঁদের ধাওয়া করলে তাঁরা হাসপাতাল চত্বরে ঢুকে পড়েন এবং সেখান থেকে ইট-পাটকেল ছুড়তে থাকেন। সড়ক থেকে বিক্ষোভকারীরাও তাঁদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছেন। 

একপর্যায়ে একদল বিক্ষোভকারী হাসপাতালের ফটকে উঠে এবং ধাক্কা দিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখান থেকে ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা যায় তাঁদের।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭