হোম > সারা দেশ > ফরিদপুর

হাঁসে ধান খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সদরপুরে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক যুবক নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ঢেউখালী ইউনিয়নের পতন্দরডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল শেখ (২৩) ছন্দু শেখের ছেলে। আহত ছন্দু শেখ (৫০) ও তাঁর স্ত্রী আফরোজা বেগম (৪০) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, একই গ্রামের ছন্দু শেখের হাঁস প্রতিবেশী হাসেম খানের ধানখেতে গিয়ে প্রতিদিন ধানের ক্ষতি করত। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কয়েক দিন যাবৎ কথা-কাটাকাটি হয়। গতকাল শনিবার সন্ধ্যায় দুই পরিবারের মাঝে কথা-কাটাকাটির একপর্যায়ে দেশীয় লাঠিসোঁটা এবং অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে ঘটনাস্থলে রাসেল শেখ আহত হন। গুরুতর আহত অবস্থায় রাসেলকে হাসপাতালে নেওয়ার সময় তাঁর মৃত্যু হয়।

ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. ওমর ফারুক ব্যাপারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সদরপুর থানার ওসি সুব্রত গোলদার বলেন, সংঘর্ষের ঘটনায় নিহত রাসেলের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদরপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া অভিযুক্তদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের