Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকেরা। আজ শনিবার সকালে তারা এই বিক্ষোভ করেন। এ সময় শতাধিক শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয়। 

পুলিশ ও শ্রমিকরা জানায়, গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বড়বাড়ী এলাকার ন্যাশনাল কেমিকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড কারখানাটি শ্রমিকদের চলতি বছরের এপ্রিল ও মে মাসের বেতন না দিয়ে কারখানাটি বন্ধ (লে অফ ) ঘোষণা করে। 

এ কারণে কারখানার শতাধিক শ্রমিক আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কারখানার গেটের সামনে সমবেত হয়। তারা সেখানে কিছু সময় বিক্ষোভ করে। পরে শ্রমিকরা মিছিল করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আসার চেষ্টা করে। 

এ সময় শিল্প পুলিশ ও মহানগর পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। পরে তারা বন্ধ কারখানার সামনে অবস্থান নেয়। 

গাজীপুর মহানগর পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, এ কারখানার বিষয়টি পুরনো। শ্রমিকেরা মাঝে মাঝেই আন্দোলন করার চেষ্টা করে। শ্রমিকেরা সবাই আসে না। শনিবার সকালে একশর মতো শ্রমিক সমবেত হয়ে বিক্ষোভ করে। পরে তারা কারখানার পাশেই মহাসড়কে আসার চেষ্টা করলে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ বলেন, ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শ্রমিকরা আজ শনিবার সকালে কারখানার সামনে সমবেত হয়। তারা বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি জানায়। পরে তারা মহাসড়কে আসার চেষ্টা করলে তাদের সরিয়ে দেওয়া হয়।

শ্রমিকদের দাবির বিষয়ে কারখানার মালিক এম এন এইচ বুলুর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও করে টাকা দাবি

সিরাজদিখানে মিশুকচালকের লাশ উদ্ধার, গায়ে আঘাতের চিহ্ন

গুলশানে মধ্যরাতে বাড়িতে অনুপ্রবেশ ও তছনছের ঘটনায় তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদ

সাবেক বিচারপতি মানিক দুই দিনের রিমান্ডে, আনিসুল-শাজাহানসহ নতুন মামলায় গ্রেপ্তার ৭

‘মব’ তৈরি করে দুই ইরানি পর্যটককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা মামলায় আরাভ খানসহ ৮ জনের রায় আজ

ফরিদপুরে শর্টসার্কিট থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

উত্তরখানে এটিএম বুথের লকার ভাঙার চেষ্টার অভিযোগে আটক ১

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ