হোম > সারা দেশ > ঢাকা

অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে চালকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীর একটি গ্যারেজে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার সময় আব্দুল কাদের (৪০) নামের এক চালক মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে যাত্রাবাড়ী চন্দনকোঠা এলাকার একটি গ্যারেজে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় আব্দুল কাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা পৌনে সাতটার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত কাদের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার নান্দুরা গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে। স্ত্রী নাজমা ও দুই ছেলে, এক মেয়েকে নিয়ে দক্ষিণ যাত্রাবাড়ী চন্দনকোঠা এলাকায় থাকতেন।

গ্যারেজ মালিক মো. লিটন জানান, বিকেলের দিকে বৃষ্টিতে ভিজে রিকশা নিয়ে গ্যারেজে ফেরেন কাদের। শরীর ভেজা অবস্থায় গ্যারেজে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হন। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে এলে মারা যান তিনি।

ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, যাত্রাবাড়ীতে গ্যারেজে বিদ্যুতায়িত হন এক রিকশাচালক। পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নগরকান্দায় ঢাল-সরকি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০

শীর্ষ সন্ত্রাসী ইমন এলিফ্যান্ট রোডের হামলায় জড়িত নন, মায়ের দাবি

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

বিয়ে করলেন সোহেল তাজ

জাবিতে ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে গিয়ে আটক হলেন ছাত্রদল নেতাও

মাটিতে মিশে যাচ্ছে ১১ গাড়ি, যন্ত্রাংশ চুরি

জাবি ছাত্রদলের সদস্যসচিবের ওপর হামলা চেষ্টা, ক্যাম্পাসে উত্তেজনা

এনসিটিবির সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

সেকশন