হোম > সারা দেশ > ঢাকা

অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে চালকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীর একটি গ্যারেজে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার সময় আব্দুল কাদের (৪০) নামের এক চালক মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে যাত্রাবাড়ী চন্দনকোঠা এলাকার একটি গ্যারেজে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় আব্দুল কাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা পৌনে সাতটার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত কাদের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার নান্দুরা গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে। স্ত্রী নাজমা ও দুই ছেলে, এক মেয়েকে নিয়ে দক্ষিণ যাত্রাবাড়ী চন্দনকোঠা এলাকায় থাকতেন।

গ্যারেজ মালিক মো. লিটন জানান, বিকেলের দিকে বৃষ্টিতে ভিজে রিকশা নিয়ে গ্যারেজে ফেরেন কাদের। শরীর ভেজা অবস্থায় গ্যারেজে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হন। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে এলে মারা যান তিনি।

ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, যাত্রাবাড়ীতে গ্যারেজে বিদ্যুতায়িত হন এক রিকশাচালক। পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য