কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের তাড়াইলে নয় মাস বয়সী শিশু সন্তানের গলায় ছুরি ধরে তার মাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত ৩টার দিকের এই ঘটনায় আনু মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ।
তাড়াইল থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গৃহবধূর নয় মাস বয়সী একটি শিশুসন্তান রয়েছে। তাঁর স্বামী থাকেন ঢাকায়। গতকাল শনিবার রাত ৩টার দিকে আনু মিয়া গৃহবধূর ঘরে ঢুকে শিশুর গলায় ছুরি ধরে গৃহবধূকে জিম্মি করেন। পরে গৃহবধূকে পাশের পুকুরপাড়ে নিয়ে ধর্ষণের পর তিনি পালিয়ে যান।
বাহালুল খান আরও বলেন, আজ রোববার সকালে বিষয়টি জানানোর পরপরই পুলিশ অভিযান চালিয়ে আনুকে আটক করে। এ ঘটনায় তাড়াইল থানায় গৃহবধূর করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।