Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

শুক্রবার চালু হচ্ছে না মাঝিরঘাট-শিমুলিয়া ফেরি

প্রতিনিধি, শরীয়তপুর

শুক্রবার চালু হচ্ছে না মাঝিরঘাট-শিমুলিয়া ফেরি

পদ্মা সেতুর চ্যানেলে নাব্য সংকট ও অপ্রতুল সড়ক যোগাযোগ ব্যবস্থার কারণে শুক্রবার চালু হচ্ছে না শরীয়তপুরের মাঝিরঘাট-শিমুলিয়া নৌরুটের ফেরি চলাচল। আজ বৃহস্পতিবার দুপুরে এক জরুরি সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। সভা থেকে জানানো হয় ফেরি চলাচলের জন্য পদ্মা সেতুর ৩৮ ও ৩৯ নম্বর পিলারের কাছে থাকা চ্যানেলে নাব্য সংকট রয়েছে। চ্যানেলের ওই স্থানে মাত্র ৬ ফুট গভীরতার পানি রয়েছে। যা ফেরি চলাচলের জন্য যথেষ্ট নয়।

এ ছাড়া পদ্মা সেতুর সংযোগ সড়ক থেকে মাঝিরঘাট পর্যন্ত থাকা সরু সড়ক যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সড়ক প্রশস্তকরণ ও ড্রেজিং কাজ শেষে কবে নাগাদ ফেরি চলাচল শুরু হতে পারে সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারছে না বিআইডব্লিউটিএ। এর আগে দুপুর আড়াইটার দিকে অনলাইনে সভায় যুক্ত হয় বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, শরীয়তপুর ও মাদারীপুরের জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

এর আগে বুধবার রাতে ঘাট প্রস্তুত করে মাঝিরঘাটে সংযুক্ত করা হয় নতুন একটি পন্টুন। সংযোগ সড়ক নির্মাণকাজও শেষ করে এনেছে কর্তৃপক্ষ। এই রুটে ফেরি চলাচল করলে নৌপথে দূরত্ব কমবে ৩ কিলোমিটার এতে করে অন্তত ৩০ মিনিট সময় সাশ্রয়য় হবে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে শিমুলিয়া বাংলাবাজার রুটে ফেরি চলাচল। জরুরি সেবা ও জরুরি পণ্যবাহী যানবাহন পারাপারের জন্য মাঝিরঘাটে ২১ আগস্ট ফেরি ঘাট স্থাপনের উদ্যোগ নেয় বিআইডব্লিউটিসি। মাত্র ৬ দিনের প্রচেষ্টায় ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় মাঝিরঘাট ফেরি ঘাট। আগামীকাল শুক্রবার সকালে ঘাটটি আনুষ্ঠানিকভাবে চালু হওয়ায় কথা ছিল।

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন

শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার ফেরি চলাচল সংক্রান্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী পদ্মা সেতুর চ্যানেলে নাব্য সংকটের কারণে শুক্রবার ফেরি পারাপার চালু করা সম্ভব হচ্ছে না। ফেরি চলাচলের উপযোগী করে চ্যানেলটি খনন করতে হবে। কবে নাগাদ এই খনন কাজ শুরু হবে এমন প্রশ্নের সুনির্দিষ্ট কোন তথ্য দিতে পারেননি তিনি। তবে শিগগিরই খনন কাজ শেষে ফেরি পারাপার শুরু করার কথা জানিয়েছেন সরকারের এই কর্মকর্তা।

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

আত্মহত্যা করতে যাওয়া দোলা আজ স্বাবলম্বী

রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় সমন্বয়কসহ ১৪ জন আটক

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক

উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের ৩ সদস্য রিমান্ডে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

পল্টনে সংঘর্ষের সময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে আনলেন উপদেষ্টা আসিফ

ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে নারীদের সমাবেশ, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি