হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে নিজ বাসায় গৃহবধূকে ছুরিকাঘাত, লুটের অভিযোগ

ঢামেক প্রতিনিধি

রাজধানীর বংশালের মালিটোলায় একটি বাসায় গৃহবধূকে হাত-পা বেঁধে ছুরিকাঘাতে করে টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ পাওয়া গেছে। আহত গৃহবধূর নাম নাসরিন জাহান বৃষ্টি (২০)। পুলিশ বলছে, কোনো কিছু খোয়া গেছে কী না, বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আজ সোমবার দুপুরে ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছিলেন। 

নাসরিনের বড় ভাই মো. মাজহারুল ইসলাম অভিযোগ করে জানান, ব্যাগ কারখানার মালিক স্বামী জলিল মিয়ার সঙ্গে একমাত্র মেয়ে স্নিগ্ধাকে (১) নিয়ে মালিটোলার একটি বাসায় থাকেন নাসরিন। গতকাল রোববার ইফতারের আগ মুহূর্তে কয়েকজন লোক বাসায় ঢুকে নাসরিনের হাত-পা বেঁধে বাসার টাকা-পয়সা লুট করে। এ সময় তাঁকে ছুরিকাঘাতও করে। পরে খবর পেয়ে তাঁর স্বামী নাসরিনকে উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেলে নিয়ে আসে। সেখান থেকে আবার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আজ দুপুরে তাঁকে আবার ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। তাঁর পেটে দুইটি ছুরিকাঘাত রয়েছে। 

আহত নাসরিন অভিযোগ করে জানান, ৭ তলা বাড়িটির ২য় তলায় তারা থাকেন। গতকাল ইফতারের আগ মুহূর্তে তিনি তাঁর রুমের দরজা বন্ধ করে বসে ছিলেন। তবে বাসার মূল দরজা খোলা ছিল। এ সময় কয়েকজন এসে তাঁকে ভাবি ভাবি বলে ডেকে রুমের দরজা খুলতে বলেন। তিনি দরজা খুলে দিলে ৫ ব্যক্তি তাঁর হাত বেঁধে ফেলে। আর মুখ স্কচটেপ দিয়ে আটকে দেয়। তখন বাসার টাকা, স্বর্ণালংকার লুট করে তারা। তাদের সবার মুখেই মাস্ক পরা ছিল। তাঁদের কাউকেই চিনতে পারেননি তিনি। 

তবে তাদের বাসায় এক রুমে মোহাম্মদ আলী নামে এক ড্রাইভার সাবলেট ভাড়া থাকেন। সে এই ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত থাকতে পারে বলে অভিযোগ করছেন নাসরিনের স্বজনেরা। 

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, পারিবারিক কোনো কারণে এই ঘটনা ঘটতে পারে। এ ছাড়া পাশের রুমে সাবলেট থাকা মোহাম্মদ আলী নামের ওই ব্যক্তির সঙ্গে তাদের ঝগড়া চলছিল। বাসা থেকে লুটপাটের অভিযোগ করা হচ্ছে। কিছু খোয়া গেছে কিনা আমরা তদন্ত করে দেখছি। বিস্তারিত পরে বলা যাবে। 

ভবন ও ফ্ল্যাটসহ সালমান এফ রহমানের ২৫০ কোটি টাকার সম্পত্তি জব্দ

ছাত্রলীগ নেতা মশিউর ও ইকবাল গ্রেপ্তার

হত্যা মামলায় গোপালগঞ্জে ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

রাতের আঁধারে নারায়ণগঞ্জ শহরের দেয়ালে ছাত্রলীগের পোস্টার, ছিঁড়ে ফেললেন শিক্ষার্থীরা

নারায়ণগঞ্জে শামীম ওসমানসহ ৫৭ জনের নামে হত্যাচেষ্টার মামলা

বেক্সিমকোর ৪২ হাজার কর্মীর চাকরি হারানোর ভয়

প্রতিবছর ৪ শতাংশ হারে বাড়ছে ভূমিধস: কর্মশালায় উদ্বেগ

গাড়িচালককে মারধর: কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসি সচিবের কক্ষের সামনে হট্টগোল

কেরানীগঞ্জ কারাগারের সামনে দণ্ডিত বিডিআর সদস্যদের মুক্তির অপেক্ষায় স্বজনেরা

কাশিমপুর কারাগার থেকে ১২৭ বিডিআর সদস্যের মুক্তি

সেকশন