হোম > সারা দেশ > ঢাকা

পাংশায় নিষেধাজ্ঞার সময়ে নদীতে ইলিশ ধরায় ৬ জেলেকে কারাদণ্ড

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর পাংশায় কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করছেন প্রশাসনের লোকজন। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় নিষেধাজ্ঞার সময়ে নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে ছয়জন জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫ কেজি ইলিশ মাছ জব্দ ও ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

গতকাল শনিবার বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদ।

উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাঈদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানে পাংশা উপজেলার পদ্মা নদী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ছয়জন জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা। এ ছাড়া জব্দ করা পাঁচ কেজি ইলিশ মাছ এতিমখানায় দান করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর (পাংশায় দায়িত্বপ্রাপ্ত) ওয়ারেন্ট অফিসার সফিউল্লাহসহ উপজেলা মৎস্য অফিসের কর্মচারীরা। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন পাংশা মডেল থানা-পুলিশের একটি দল।

কবি নজরুলের নাতির চিকিৎসায় বার্ন ইনস্টিটিউটে মেডিকেল বোর্ড

নগরকান্দায় ঢাল-সড়কি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০

শীর্ষ সন্ত্রাসী ইমন এলিফ্যান্ট রোডের হামলায় জড়িত নন, মায়ের দাবি

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

বিয়ে করলেন সোহেল তাজ

জাবিতে ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে গিয়ে আটক হলেন ছাত্রদল নেতাও

মাটিতে মিশে যাচ্ছে ১১ গাড়ি, যন্ত্রাংশ চুরি

জাবি ছাত্রদলের সদস্যসচিবের ওপর হামলা চেষ্টা, ক্যাম্পাসে উত্তেজনা

সেকশন