হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আমেরিকার জোরে বিএনপি লাফাচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘যাদের দেশের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ঘোষণা দেন পরাজিত হলে নির্বাচন মানি না, তারাই আজ আমাদের গণতন্ত্রের সবক দিচ্ছে। আমেরিকা আমাদের মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছে, সেই শক্তির জোরে বিএনপি লাফাচ্ছে।’ 

আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ বন্দরের সমরক্ষেত্রে জাতীয় স্মৃতিসৌধের আদলে নবনির্মিত স্মৃতিসৌধ উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু নির্দেশে মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়েছেন, কিন্তু ট্রেনিং ও চেতনা জমা দেয়নি। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এই অপশক্তিকে মোকাবিলা করা হবে। যারা দেশের স্বাধীনতার পতাকাকে খামচে ধরার চেষ্টা করছে, তাদের মোকাবিলা করতে হবে। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘বিএনপি মহাসচিব তিন মাস আগে বলেছিলেন বাংলাদেশের চেয়ে পাকিস্তান অনেক ভালো। আসলে পাকিস্তানের পতাকা তাদের অন্তর থেকে যায়নি। পাকিস্তানকে তারা ভুলতে পারেনি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও নেতা-কর্মীরা।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য