হোম > সারা দেশ > ঢাকা

আমেরিকার জোরে বিএনপি লাফাচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘যাদের দেশের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ঘোষণা দেন পরাজিত হলে নির্বাচন মানি না, তারাই আজ আমাদের গণতন্ত্রের সবক দিচ্ছে। আমেরিকা আমাদের মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছে, সেই শক্তির জোরে বিএনপি লাফাচ্ছে।’ 

আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ বন্দরের সমরক্ষেত্রে জাতীয় স্মৃতিসৌধের আদলে নবনির্মিত স্মৃতিসৌধ উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু নির্দেশে মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়েছেন, কিন্তু ট্রেনিং ও চেতনা জমা দেয়নি। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এই অপশক্তিকে মোকাবিলা করা হবে। যারা দেশের স্বাধীনতার পতাকাকে খামচে ধরার চেষ্টা করছে, তাদের মোকাবিলা করতে হবে। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘বিএনপি মহাসচিব তিন মাস আগে বলেছিলেন বাংলাদেশের চেয়ে পাকিস্তান অনেক ভালো। আসলে পাকিস্তানের পতাকা তাদের অন্তর থেকে যায়নি। পাকিস্তানকে তারা ভুলতে পারেনি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও নেতা-কর্মীরা।

‘দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা’

কবি নজরুলের নাতি বাবুল কাজী ‘লাইফ সাপোর্টে’

মানিকগঞ্জে নদীর তীরে পার্বণ নবান্ন উৎসব

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সেকশন