হোম > সারা দেশ > ঢাকা

মধুপুরে হামলাকারী ও চাঁদাবাজদের গ্রেপ্তারের আশ্বাসে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় গতকাল শনিবার রাতে ফার্মেসিতে হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ওষুধের দোকানসহ (ফার্মেসি) সব ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। ব্যবস্থাপত্র (প্রেসক্রিশপন) ছাড়া ঘুমের ওষুধ বিক্রি না করায় ফার্মেসিতে হামলার প্রতিবাদে ও চাঁদাবাজি বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব ব্যাবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছিলেন ব্যবসায়ীরা।

গতকাল শনিবার রাতে হামালার ওই ঘটনার পর থেকে অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে আজ রোববার সকাল ১০টার দিকে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হস্তক্ষেপ এবং চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসে ব্যবসায়ী সংগঠনগুলো দোকানপাট খোলার সিদ্ধান্ত নেয়।

এদিকে শনিবার রাতে হামলার শিকার ব্যবসায়ীর ছেলে নজরুল ইসলাম সোহাগ বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা অন্তত ২০ জনকে আসামি করে মামলা করেন। মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম মামলার তথ্য নিশ্চিত করেছেন।

মধুপুর ড্রাগিস্টস্ ও কেমিস্টস্ সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ খান জানান, সন্ধ্যার দিকে কয়েক যুবক ময়মনসিংহ রোডের সোহাগ ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ কিনতে আসেন। দোকান মালিকের ছেলে সোহাগ মিয়া তাঁদের কাছে ওষুধ বিক্রি করতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির হয়। খবর পেয়ে দোকানের মালিক মো. ফজলুল হক এসে তাঁর ছেলেকে বাসায় পাঠিয়ে দেন।

আব্দুর রশিদ খান জানান, রাত পৌনে ৮টার দিকে একদল যুবক এসে দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালান। তাঁদের হামলায় দোকানমালিক মো. ফজলুল হক গুরুতর আহত হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফজলুল হক বলেন, আঙিনাপাড়ার মাহফুজ, মিরাজ, রিফাতসহ একদল যুবক এসে অতর্কিত হামলা চালান। আমাকে বেধড়ক মারধর করা হয়। দোকান থেকে এক লাখ ৬০ হাজারের বেশি টাকা ও বেশ কিছু ওষুধ লুট করে নিয়ে যান হামলাকারীরা।

ব্যবসায়ীর ওপর হামলার খবর পেয়ে মধুপুর শিল্প ও বণিক সমিতির নেতারা তাৎক্ষণিকভাবে মধুপুরের সব দোকানপাট বন্ধ করে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

সংগঠনের সহসভাপতি এনামুল হকের সভাপতিত্বে বাসস্ট্যান্ডের আনারস চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নুসহ অনেকেই বক্তব্য দেন।

টাঙ্গাইলের মধুপুরে গতকাল শনিবার রাতে ফার্মেসিতে হামলার প্রতিবাদে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। ছবি: আজকের পত্রিকা

এদিকে মধুপুর ড্রাগিস্টস্ ও কেমিস্টস্ সমিতির সভাপতি আব্দুস সালাম তাৎক্ষণিক জরুরি সভা করে মধুপুরের সব ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে দোকান বন্ধ রেখে মাইকিং করে আজ রোববার সকাল ১০টায় সব ওষুধ ব্যবসায়ীকে নিয়ে প্রতিবাদ সভার আহ্বান করা হয়। সকাল ১০টার দিকে তাঁরা এই প্রতিবাদ সভা করেন। তবে থানা-পুলিশের আশ্বাসে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করে নেন।

মধুপুর মধুপুর ড্রাগিস্টস্ ও কেমিস্টস্ সমিতির উপদেষ্টা মেজবাহ উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘দোকানে হামলাকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে থানার ওসির আশ্বাসে আমরা ফার্মেসি খুলে দিয়েছি। আজ (রোববার) বিকেলে মধুপুরের শিল্প ও বণিক সমিতি এবং ড্রাগিস্টস্ ও কেমিস্টস্ সমিতির নেতাদের সঙ্গে এ আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

জানতে চাইলে মধুপুর থানার ওসি এমরানুল কবীর বলেন, ‘আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জোড় চেষ্টা চলছে। মানবিক দিক বিবেচনায় নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার অনুরোধ করেছি। ব্যবসায়ী নেতারা অনির্দিষ্টকালের জন্য ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।’

ভাঙ্গায় কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে পুলিশে দিল স্থানীয়রা

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে দোকানে আগুন, নিহত ১

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

টঙ্গীতে আবাসিক প্রকল্প থেকে যুবকের লাশ উদ্ধার, বুকে ধারালো অস্ত্রের আঘাত

ছুটিতে স্কুলের মাঠে শতাধিক কলাগাছ

রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কেরামত আলী গ্রেপ্তার

নারায়ণগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

গাজায় গণহত্যার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, যুবক গ্রেপ্তার

কালিয়াকৈরে শিশুকে ধর্ষণচেষ্টা, মায়ের সহকর্মী আটক