হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে বাড়ির পাশে ঘাস দিয়ে ঢাকা ছিল গৃহবধূর লাশ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

টাঙ্গাইলের সখীপুরে লাশের পাশে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের সখীপুরে সড়কের পাশে ঘাস দিয়ে ঢাকা দেওয়া এক গৃহবধূর লাশ পাওয়া গেছে। পুলিশ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা পূর্বপাড়া থেকে লাশটি উদ্ধার করে।

নিহত নারীর নাম আমিনা বেগম (৪৫)। তিনি ওই এলাকার সৌদি আরবপ্রবাসী দুলাল হোসেনের স্ত্রী। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আমিনা আসন্ন কোরবানির ঈদের পশু কেনার বিষয়ে কথা বলতে গতকাল বুধবার রাত ৮টার দিকে বাড়ির পাশে দেবরদের বাড়িতে যান। এদিকে আমিনার ছেলেমেয়ে মায়ের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। আজ ভোরে আমিনার মেয়ে লিতু আক্তার বাড়ির পশ্চিমে সড়কের পাশে ধানখেতে মায়ের লাশ দেখতে পায়। লাশটি উপুড় হয়ে পড়েছিল এবং শরীর আংশিক ঘাস দিয়ে ঢাকা ছিল। এ সময় লিতুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশে খবর দেন।

সখীপুর থানার ওসি জাকির বলেন, আমিনার গলায় ওড়না প্যাঁচানো, মাথা ঘাস দিয়ে ঢাকা ও শরীরে আঘাতের চিহ্ন ছিল। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য