হোম > সারা দেশ > ঢাকা

পাপুলের এমপি পদ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: অর্থ ও মানবপাচারের দায়ে কুয়েতের আদালতে দণ্ডপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের এমপি পদ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ এবং উপনির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এই খারিজ আদেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নওরোজ মো. রাসেল চৌধুরী আজকের পত্রিকাকে জানান, পাপুলের পক্ষে তাঁর বোন নুরুন্নাহার বেগমের করা এই রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান পাপুলের পক্ষে শুনানিতে অংশ নেন।

গত ২২ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের সদস্য পদ বাতিল করা হয়। সংসদ সচিবালয় এ সংক্রান্ত এই প্রজ্ঞাপন জারি করে। তার আগে লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে আগামী ২১ জুন ভোট গ্রহণের তারিখ ধার্য করে নির্বাচন কমিশন। দুটি প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে মার্চে রিট আবেদন করেন নুরুন্নাহার বেগম।

গত ২৮ জানুয়ারি কাজী শহিদ ইসলাম পাপুলকে অর্থ ও মানব পাচারের দায়ে চার বছরের সশ্রম কারাদণ্ড দেন কুয়েতের একটি আদালত। পাশাপাশি তাকে ১৯ লাখ কুয়েতের রিয়াল বা ৫৩ কোটি টাকা জরিমানাও করা হয়। স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে কোনো সংসদ সদস্যের বিদেশে গ্রেপ্তার ও দণ্ডিত হওয়ার পর পদ হারানোর ঘটনা এটাই প্রথম।

২০২০ সালের ৬ জুন রাতে কুয়েতের বাসা থেকে পাপুলকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁর বিচার হয়।

রিট আবেদনে বলা হয়, পাপুলের একটি আদালতে শাস্তি হয়েছে। কিন্তু উচ্চ আদালতে আপিল করা হয়েছে। শাস্তি বহাল নাও থাকতে পারে। তা ছাড়া এদেশে কোনো ফোজদারি আদালত তাঁকে শাস্তি দেননি। কাজেই সংসদ সদস্যপদ খারিজ হওয়ার প্রজ্ঞাপন আইনগতভাবে বৈধ নয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭