নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার আশ্রম থেকে শিশুকন্যা তাইবাকে (৮) নিজের হেফাজতে নিতে আদালতের শরণাপন্ন হয়েছেন বাবা তোফাজ্জল হোসেন। আজ মঙ্গলবার শুনানির দিন ধার্য ছিল। তবে শিশুকন্যাকে আদালতে হাজির না করায় শুনানি হয়নি।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিল্টন সমাদ্দার এবং সাধারণ সম্পাদক মিতু হালদারকে বিবাদী করে গত ২৪ মার্চ এ মামলা করেন বাবা। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতে মামলাটি করা হয়। আদালত মিল্টন সমাদ্দারকে শিশুকন্যাকে হাজির করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু মিল্টন সমাদ্দার কারাগারে থাকায় এবং আশ্রমের দায়িত্ব শামসুল হক ফাউন্ডেশন নেওয়ায় আদালতের আদেশ বাস্তবায়ন হয়নি।
বাদীপক্ষের আইনজীবী হাসান আল জাবির তালুকদার সানি বলেন, আবার নতুন করে নোটিশ জারি করতে হবে। নোটিশ জমা দেওয়ার পর আদালত আদেশ দেবেন।
আইনজীবী আরও জানান, মামলা করার পর বাবা এবং সন্তানের ডিএনএ পরীক্ষার অনুমতি দিয়েছিলেন আদালত। একই সঙ্গে বিবাদীদের শিশুটিকে আজ আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু মিল্টন সমাদ্দার জেলে এবং বর্তমানে শামসুল হক ফাউন্ডেশন চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের দায়িত্বে থাকায় ডিএনএ পরীক্ষা হয়নি। আর এ কারণে শিশু তাইবাকেও আদালতে হাজির করা হয়নি।
তাইবাকে হাজির করতে শামসুল হক ফাউন্ডেশনকে আদেশ দেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে। আদালত হাজির করার তারিখ পরে ধার্য করবেন।
এরপর ২০২৩ সালের ৪ মে বিবাদীর কাছে গিয়ে কন্যাকে চিহ্নিত করেন। ২০২৩ সালের ১৮ আগস্ট বিবাদীরা কন্যাকে ফেরত দিতে অস্বীকার করেন। ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর তিন দিনের মধ্যে কন্যাকে ফেরত দিতে লিগ্যাল নোটিশ দেন বাদী তোফাজ্জল হোসেন। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। তাই আদালতের শরণাপন্ন হয়েছেন।
উল্লেখ্য, ১ মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁর বিরুদ্ধে জাল মৃত্যুসনদ তৈরি, টর্চার সেলে নির্যাতন ও মানব পাচারের অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
আরও পড়ুন–