হোম > সারা দেশ > ঢাকা

স্ত্রীসহ সাবেক কর কমিশনার রঞ্জিতের ১২৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

সাবেক কর কমিশনার রঞ্জিত কুমার তালুকদার ও তাঁর স্ত্রী ঝুমুর মজুমদারের নামে থাকা ১২৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন। দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি রঞ্জিত কুমার তালুকদারের বিরুদ্ধে ঘুষ নেওয়া, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

দুদক বলছে, অভিযোগটি অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি রঞ্জিত কুমার তালুকদার এবং তাঁর স্ত্রী ঝুমুর মজুমদারের অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তাদের নামে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন ও হস্তান্তর করার চেষ্টা চলছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। রঞ্জিতের স্ত্রীর নামে ব্যাংকের বিভিন্ন হিসাবে ১১ কোটি ৫০ লাখ ৩২ হাজার ৭৯ টাকা জমা রয়েছে। অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের নামে অর্জিত অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।

এর আগে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত।

বকেয়া বেতনের দাবিতে রেলভবনে অবস্থান নিয়েছে টিএলআর শ্রমিকেরা

রাজধানীর মিরপুরে যুবককে কুপিয়ে হত্যা

মেট্রোরেলের কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার, দেড় ঘণ্টা পর টিকিট বিক্রি শুরু

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ২ মহাসড়ক অবরোধ

৬ দফা দাবিতে কর্মবিরতিতে মেট্রোরেল কর্মীরা

ঢাকার রাস্তায় বৈধতা পাচ্ছে ব্যাটারি রিকশা

খেটে খাওয়া মানুষের জন্য ইফতার ও সেহরি

গায়ের জোরে ভবন সরকারি কলোনিতে

হত্যাচেষ্টা-ডাকাতিসহ ৮ মামলার আসামি কিশোর গ্যাং নেতা ফরহাদ গ্রেপ্তার

ঢাকায় রেড ক্রিসেন্টের কেন্দ্রীয় কার্যালয় মারামারি