হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে পোশাককর্মীদের বিক্ষোভ, কারখানা পরিচালককে মারধর

প্রতিনিধি, টঙ্গী

টঙ্গীতে বকেয়া বেতন ও ওভারটাইমের মজুরির দাবিতে ফের বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এসময় কারখানার পরিচালককে মারধর করেন তারা।

আজ শনিবার সকাল সাড়ে ৯টায় টঙ্গীর সাতাইশ বাগানবাড়ি এলাকার ট্রাউজার ল্যান্ড লিমিটেড নাম তৈরি পোশাক কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ করেন।

জানা যায়, কারখানাটির প্রায় সাতশ শ্রমিকের মজুরি পরিশোধ করেনি কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার শ্রমিকদের বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু কথা না রাখায় বৃহস্পতিবার বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন তারা। এসময় শনিবার বেতন পরিশোধের আশ্বাস দেয় কর্তৃপক্ষ।  

আজ সকালে শ্রমিকরা কারখানায় এসে বেতন পরিশোধের দাবি জানান। এসময় কারখানার পরিচালক বাবু শ্রমিদের কাজে যোগ দিতে বললে বিক্ষুব্ধ শ্রমিকরা তাকে মারধর করেন।

শ্রমিকরা বলেন, আমাদের বেতন পরিশোধ করছে না কারখানা মালিক। বেতন চাইলে আমাদের সঙ্গে খারাপ আচরণ করে। বেশ কয়েকবার বেতন পরিশোধের দিন ধার্য করেও বেতন পরিশোধ করা হয়নি।     

টঙ্গী শিল্প পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল জলিল বলেন, কারখানা মালিকের সঙ্গে কথা হয়েছে। আগামীকাল রোববার শ্রমিকদের মজুরি পরিশোধ করা হবে বলে অঙ্গীকার করেছে কর্তৃপক্ষ। 

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকতা আসাদুজ্জামান বলেন, দ্বিতীয়বারের মতো অযৌক্তিক আন্দোলন করেছে শ্রমিকরা। দ্রুত শ্রমিকদের পাওনা পরিশোধ করতে আমরা চেষ্টা করছি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭