Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে জামায়াতের ১৩ নেতা-কর্মীর নামে মামলা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে জামায়াতের ১৩ নেতা-কর্মীর নামে মামলা

ফরিদপুরে জেলা জামায়াত ইসলামের ১৩ নেতা-কর্মীর নাম উল্লেখ করে সন্ত্রাস বিরোধ দমন ও বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ। এ মামলায় অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। 

আজ শুক্রবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান হাসান। 

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টায় শহরের চকবাজার জামে মসজিদ সংলগ্ন মসজিদ মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত সংগঠনটির জেলা কার্যালয়ে ঘণ্টাব্যাপী অভিযান চালায় পুলিশ। এ সময় কার্যালয় থেকে ১২টি বিস্ফোরক জাতীয় ককটেল ও উগ্রবাদী বই উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করে। ওই অভিযানে নেতৃত্ব দেন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। 

এ ঘটনায় বৃহস্পতিবার রাত ১২টায় কোতোয়ালি থানায় সন্ত্রাস বিরোধ দমন ও বিস্ফোরক আইনে মামলা করেন উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর। এতে এজাহারভুক্ত ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। 

এ বিষয়ে মো. হাসানুজ্জামান হাসান আজকের পত্রিকাকে বলেন, জামায়াত কার্যালয়ে অভিযানে ককটেল ও উগ্রবাদী বই উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় সাইফুল ইসলাম তাকবীর (২০) নামে একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে আগেই নাশকতার ঘটনায় মামলায় গ্রেপ্তার করা হয়। এ ছাড়া অন্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

পরিবারের সঙ্গে দেখা করতে এসে টুঙ্গিপাড়ার ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মধ্যরাতে পল্লবী থানায় ঢুকে তরুণের কিলঘুষি, ওসিসহ আহত ৩

শীর্ষ সন্ত্রাসী ইমনের ঘনিষ্ঠ সহযোগী এজাজ গ্রেপ্তার

নরসিংদীতে অটোরিকশা ভাড়া নিয়ে বিতণ্ডা, যুবককে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলায় মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

সাভারে পাওয়ার গ্রিডে বৈদ্যুতিক স্পার্ক থেকে আগুন, পুড়ে গেছে ট্রান্সফর্মার

গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

আমিনবাজার পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে, সাভার ও আশুলিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডে আগুন

দখলের সংক্রমণে জেরবার সংক্রামক ব্যাধি হাসপাতাল