নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আসামি মো. রুহুল কুদ্দুস খাঁন ওরফে কুদ্দুস খাঁন ওরফে গোলাম কুদ্দুসকে (৭৩) গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
আজ বুধবার যশোর জেলা সদরের ঝুমঝুমপুর বিসিক শিল্পনগরী এলাকা থেকে এই যুদ্ধাপরাধীকে গ্রেপ্তার করা হয়। তিনি নড়াইল জেলা সদরের মৃত এমভি আসাদুজ্জামানের ছেলে।
এটিইউর পুলিশ সুপার (মিডিয়া) মোছা. শিরিন আক্তার জাহান বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ২০১৬ সালে রুহুল কুদ্দুসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে মামলা হয়। ট্রাইব্যুনাল ২০১৭ সালের ২৩ নভেম্বর আসামির অনুপস্থিতিতে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলা হওয়ার পর থেকেই আসামি রুহুল কুদ্দুস আত্মগোপনে ছিলেন। দীর্ঘ ৮ বছর পর অ্যান্টি টেররিজম ইউনিট পলাতক এই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।