হোম > সারা দেশ > ঢাকা

জাতীয় প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

জাতীয় প্রেসক্লাবের ২৫তম দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দ্রুত নতুন সদস্যপদ প্রদান, রান্নাঘরের পরিবেশ উন্নয়ন, সদস্য কল্যাণ তহবিলের এককালীন টাকা পাঁচ লাখে উন্নীত করাসহ নানান বিষয়ে আলোচনা হয়েছে।

আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ বেগম পলি প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সভার শুরুতে কোরআন তেলওয়াত এবং গত এক বছরে যেসব সদস্য মারা গেছেন এবং জুলাই-আগস্ট বিপ্লবে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর দ্বিবার্ষিক সাধারণ সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। এক বছরের আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা। এরপর সভাপতি হাসান হাফিজ সভায় উপস্থিত সদস্যদের রিপোর্ট পেশের আলোকে বক্তব্য প্রদানের আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, কাদের গনি চৌধুরী, আবদুল হাই শিকদার, মাসুমুর রহমান খলিলী ও এ কে এম মহসীন।

সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্টের ওপর মোট ১৫ জন সদস্য আলোচনায় অংশ নেন। তাঁরা হলেন মীর লুৎফুল কবীর সাদী, সরদার ফরিদ আহমদ, মুহাম্মদ খায়রুল বাশার, নুরুদ্দিন আহমেদ, বাছির জামাল, শাহীন হাসনাত (আবুল হাসনাত মোহাম্মদ ওবায়দুল্লাহ), শহীদুল ইসলাম, রাশেদুল হক, আলী মামুদ, সৈয়দ তোশারফ আলী, মোহাম্মদ কামরুজ্জামান, এম ডি আবুল কালাম, রোজী ফেরদৌস, খুরশীদ আলম ও মোহাম্মদ শহিদুল ইসলাম।

সদস্যরা প্রেসক্লাবসংলগ্ন মেট্রো রেলস্টেশনের নাম বাংলাদেশ সচিবালয় পরিবর্তন করে অবিলম্বে প্রেসক্লাব স্টেশন করার দাবি জানান। তাঁরা বলেন, মেট্রোরেল নির্মাণকালে জাতীয় প্রেসক্লাব অবকাঠামো এবং ক্লাবের স্বাভাবিক কার্যক্রমের ব্যাপক বিঘ্ন ও ক্ষতি হয়েছে। এরপরও স্টেশনের নাম প্রেসক্লাবের নামে না হওয়ায় সদস্যরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

এ ছাড়া দ্রুত নতুন সদস্যপদ প্রদান, রান্নাঘরের পরিবেশ উন্নয়ন, সদস্য কল্যাণ তহবিলের এককালীন টাকা পাঁচ লাখে উন্নীত করা, ডামি নির্বাচনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, গেস্টরুমে সদস্যদের উপস্থিতি ছাড়া বহিরাগতদের সার্ভিস না দেওয়া, প্রেসক্লাবে এটি পূর্ণাঙ্গ মসজিদ নির্মাণ, অতিরিক্ত সাধারণ সভায় (ইজিএম) যেসব সিদ্ধান্ত হয়েছে তার বাস্তবায়ন, হেলথ কর্নার স্থাপন, অসাংবাদিক সদস্যদের সদস্যপদ বাতিল এবং পেশাজীবী ও সিনিয়র সাংবাদিকদের সদস্যপদ প্রদান, বহিরাগতদের প্রেসক্লাবে প্রবেশ নিয়ন্ত্রণ এবং সিকিউরিটি জোরদার করা, মিলনায়তন সংস্কার করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে নামকরণ করার দাবি জানান সদস্যরা।

সভাপতি হাসান হাফিজ সদস্যদের পেশকৃত প্রস্তাবগুলো গুরুত্ব সহকারে বিবেচনা ও বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে সভা শেষ করেন।

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

প্রশাসন ক্যাডারের জন্য কোটা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক

স্টাফ কোয়ার্টার-হাজীনগর অপ্রশস্ত সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, ভোগান্তি

আমদানির পর চুরি হওয়া অর্ধকোটি টাকার জিনসের কাপড় উদ্ধার

কবি নজরুলের নাতির চিকিৎসায় বার্ন ইনস্টিটিউটে মেডিকেল বোর্ড

নগরকান্দায় ঢাল-সড়কি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০

শীর্ষ সন্ত্রাসী ইমন এলিফ্যান্ট রোডের হামলায় জড়িত নন, মায়ের দাবি

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

সেকশন