Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

কনের বাড়িতে উপজেলা প্রশাসন, বাবা ও বরকে জরিমানা

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

কনের বাড়িতে উপজেলা প্রশাসন, বাবা ও বরকে জরিমানা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাল্যবিবাহের প্রস্তুতি চলছিল। বর এসে পৌঁছান কনের বাড়িতে। বাল্যবিবাহের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান হাজির হন কনের বাড়িতে। এ সময় ভ্রাম্যমাণ আদালত কনের বাবাকে ৫ হাজার ও বরকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। 

আজ শুক্রবার বিকেলে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

বর ও কনের বাবাকে জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান।

ভ্রাম্যমাণ আদালত থেকে জানা গেছে, স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীর সঙ্গে ইসলামপুর ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের রুবেল মণ্ডলের (২৪) বিয়ের আয়োজন করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে কনের বাড়িতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার। 

এ সময় বয়স যাচাই করে কনের ১৬ বছর হওয়ায় তার বাবাকে ৫ হাজার ও বরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না বলে কনের বাবা মুচলেকায় সই করেন। ভ্রাম্যমাণ আদালতকে বালিয়াকান্দি থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।

আমাকে ফাঁসানোর জন্য এক হত্যা মামলাই তো যথেষ্ট: আদালতে রুপা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও করে টাকা দাবি

সিরাজদিখানে মিশুকচালকের লাশ উদ্ধার, গায়ে আঘাতের চিহ্ন

গুলশানে মধ্যরাতে বাড়িতে অনুপ্রবেশ ও তছনছের ঘটনায় তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদ

সাবেক বিচারপতি মানিক দুই দিনের রিমান্ডে, আনিসুল-শাজাহানসহ নতুন মামলায় গ্রেপ্তার ৭

‘মব’ তৈরি করে দুই ইরানি পর্যটককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা মামলায় আরাভ খানসহ ৮ জনের রায় আজ

ফরিদপুরে শর্টসার্কিট থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

উত্তরখানে এটিএম বুথের লকার ভাঙার চেষ্টার অভিযোগে আটক ১