হোম > সারা দেশ > ঢাকা

অহিংস গণ-অভ্যুত্থানের সংগঠক মাহবুবুলসহ ১৮ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রেপ্তার মাহবুবুল আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগে সমাবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীসহ ১৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিকেলে ১৮ জনকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশের সমর্থক অ্যাডভোকেট জিয়াউর রহমান, সৈয়দ ইশতিয়াক আহমেদ, মো. মেহেদী হাসান, অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ এর নেত্রকোনার আহ্বায়ক মো. রাহাত ইমাম নোমান, মো. মাসুদ, ইব্রাহিম, মো. আলেক ফরাজী, মো. সাইফুল ইসলাম, মো. আবু বক্কর, মো. রিংকু, মো. নিজাম উদ্দিন, সৈয়দ হারুন অর রশিদ, মো. আফজাল মণ্ডল, আব্দুর রহিম, নুরনবী, মো. শহিদ ও মোছা. কহিনুর আক্তার।

মামলার প্রধান আসামি ও সংগঠনটির আহ্বায়ক এবিএম মোস্তফা আমিন হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন। এ কারণে তাকে আদালতে পাঠানো হয়নি।

এর আগে, গত সোমবার রাত সাড়ে ১০টায় শাহবাগ থানায় এ মামলা করেন উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ।

মামলায় আ ব ম মোস্তফা আমিনসহ ১৯ জনকে এজাহারনামীয় আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১২০০ জনকে। বেআইনি সমাবেশ, বিশৃঙ্খলা সৃষ্টি, পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়া, পুলিশকে মারধর, স্থাপনা ভাঙচুর ও অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে মামলায়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৫ নভেম্বর ‘অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ’ নামের ব্যানারে অপরাধমূলক ষড়যন্ত্র করে ঢাকাসহ বিভিন্ন জেলার সাধারণ মানুষকে বিনা সুদে ঋণ দেওয়ার কথা বলে বেআইনি জনতাবদ্ধ হয়ে শাহবাগ মোড়ে দাঙ্গা সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটায়। আসামিরা বেআইনি জনতাবদ্ধে দাঙ্গা সৃষ্টি করে আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতি ঘটনার জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা হতে সাধারণ জনসাধারণকে বিনা সুদে ঋণ দেওয়ার কথা বলে শাহবাগ মোড়ে এনে বেআইনি জনতাবদ্ধে জমায়েত হয়। আসামিরা শাহবাগ মোড়ে থাকা ট্রাফিক কন্ট্রোলের কাজে ব্যবহৃত প্লাস্টিকের রোড ডিভাইডার ভেঙে অনুমান বিশ হাজার টাকার ক্ষতিসাধন করে।

এর আগে, গত সোমবার সকালে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশের চেষ্টা করে অহিংস গণ-অভ্যুত্থান নামের একটি সংগঠন।

অহিংস গণ-অভ্যুত্থান নামের সংগঠনটি সারা দেশের খেটে খাওয়া গরিব মানুষগুলোকে টার্গেট করে বিদেশে পাচার হওয়া টাকা ফেরত এনে সেগুলো বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখায়। এর বিনিময়ে রেজিস্ট্রেশন ফি বাবদ জনপ্রতি এক হাজার করে টাকাও হাতিয়ে নেয় তারা। পরে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করে পুলিশ।

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

বিয়ে করলেন সোহেল তাজ

জাবিতে ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে গিয়ে আটক হলেন ছাত্রদল নেতাও

মাটিতে মিশে যাচ্ছে ১১ গাড়ি, যন্ত্রাংশ চুরি

জাবি ছাত্রদলের সদস্যসচিবের ওপর হামলা চেষ্টা, ক্যাম্পাসে উত্তেজনা

এনসিটিবির সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

জুলাই আন্দোলন: হাসপাতালের দরজা খোলেনি নিরাপত্তাকর্মীরা, সিঁড়িতেই ইসমাইলের মৃত্যু

জাবি ছাত্রদলের ৬ নেতা বহিষ্কার, ৩ নেতাকে অব্যাহতি

সেকশন