নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে দুই কিশোরী নিখোঁজের খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার লাখপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কিশোরীদের উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিখোঁজ দুই কিশোর হল শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামের ইকবাল হোসেনের মেয়ে নবম শ্রেণির ছাত্রী ইমা আক্তার (১৫) এবং পলাশ উপজেলার চরপলাশ এলাকার আব্দুর রহিমের মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ইয়াসমিন আক্তার (১৫)।
নিখোঁজদের স্বজন ও স্থানীয়রা জানান, বেলা একটার দিকে লাখপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে সম্পর্কে আত্মীয় তিন কিশোরী ইমা, ইয়াসমিন ও সাদিয়া। এ সময় সাদিয়া তীরে উঠে আসতে পারলেও বাকি দুজন নদীর স্রোতে পানিতে তলিয়ে যায়।
পলাশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারী নিখোঁজদের পরিবারের বরাত দিয়ে জানান, তিন স্কুলছাত্রীর কেউ-ই সাঁতার জানত না। তারা নদীতে গোসলে নামার পর একজন উঠে আসতে পারলেও দুজন তলিয়ে নিখোঁজ রয়েছে। ডুবুরি দলের সহায়তায় তাদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে।