Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে শীতলক্ষ্যায় গোসলে নেমে ২ কিশোরী নিখোঁজ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে শীতলক্ষ্যায় গোসলে নেমে ২ কিশোরী নিখোঁজ

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে দুই কিশোরী নিখোঁজের খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার লাখপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কিশোরীদের উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

নিখোঁজ দুই কিশোর হল শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামের ইকবাল হোসেনের মেয়ে নবম শ্রেণির ছাত্রী ইমা আক্তার (১৫) এবং পলাশ উপজেলার চরপলাশ এলাকার আব্দুর রহিমের মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ইয়াসমিন আক্তার (১৫)। 

নিখোঁজদের স্বজন ও স্থানীয়রা জানান, বেলা একটার দিকে লাখপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে সম্পর্কে আত্মীয় তিন কিশোরী ইমা, ইয়াসমিন ও সাদিয়া। এ সময় সাদিয়া তীরে উঠে আসতে পারলেও বাকি দুজন নদীর স্রোতে পানিতে তলিয়ে যায়। 

শিবপুরে শীতলক্ষ্যা নদীতে উদ্ধারে অভিযানস্থানীয়রা তাদের খোঁজে নদীতে তল্লাশি শুরু করে। পরে খবর পেয়ে বেলা আড়াইটার দিকে তাদের উদ্ধারে নামে পলাশ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। এ সময় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। পরে গাজীপুরের টঙ্গী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে আবারও উদ্ধারকাজ শুরু করে। সন্ধ্যা সাতটা পর্যন্ত তাদের খুঁজে পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

পলাশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারী নিখোঁজদের পরিবারের বরাত দিয়ে জানান, তিন স্কুলছাত্রীর কেউ-ই সাঁতার জানত না। তারা নদীতে গোসলে নামার পর একজন উঠে আসতে পারলেও দুজন তলিয়ে নিখোঁজ রয়েছে। ডুবুরি দলের সহায়তায় তাদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

আমাকে ফাঁসানোর জন্য এক হত্যা মামলাই তো যথেষ্ট: রুপা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও করে টাকা দাবি

সিরাজদিখানে মিশুকচালকের লাশ উদ্ধার, গায়ে আঘাতের চিহ্ন

গুলশানে মধ্যরাতে বাড়িতে অনুপ্রবেশ ও তছনছের ঘটনায় তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদ

সাবেক বিচারপতি মানিক দুই দিনের রিমান্ডে, আনিসুল-শাজাহানসহ নতুন মামলায় গ্রেপ্তার ৭

‘মব’ তৈরি করে দুই ইরানি পর্যটককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা মামলায় আরাভ খানসহ ৮ জনের রায় আজ

ফরিদপুরে শর্টসার্কিট থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

উত্তরখানে এটিএম বুথের লকার ভাঙার চেষ্টার অভিযোগে আটক ১