রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় দরপত্র কেনা নিয়ে দ্বন্দ্বে এক যুবককে পায়ের রগ কেটে ও কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পাংশা উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ রাত ৯টার দিকে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আহত ওই যুবকের নাম হৃদয় মীর (২৭)। তিনি পাংশা পৌর এলাকার নারায়ণপুর গ্রামের রহমান মীরের ছেলে। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অ্যাম্বুলেন্স থাকা অবস্থায় মোবাইল ফোনে হৃদয় মীর আজকের পত্রিকাকে বলেন, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে যুবলীগ নেতা ফজলুল হক ফরহাদের লাইসেন্স নিয়ে দরপত্র কিনতে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। ইউএনও কক্ষের পাশে দরপত্র বিক্রি হচ্ছিল। ওই সময় পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, তাঁর পক্ষের মনোয়র হোসেন জনিসহ কয়েকজন তাঁকে দরপত্র কিনতে বাধা দেন। পরে তিনি সেখান থেকে বের হয়ে এসে কিছু সময় পর পুনরায় দরপত্র কিনতে যান।
সে সময় উপজেলা অফিসের সামনে মসজিদের কাছে পৌঁছালে ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস তাঁর কলার চেপে ধরে একটা থাপ্পড় দিয়ে বলেন, ‘তোকে নিষেধ করেছি কিনতে। তাও আসলি ক্যান।’ অপর একজন তাঁকে মাটিতে ফেলে দেন। পরে জনি কোমর থেকে ধারালো অস্ত্র বের করে। তাঁর মাথা মাটির সঙ্গে ঠুসে ধরে রাখা হয়েছিল, এর মধ্যে কেউ ধারালো কিছু দিয়ে পায়ের রগ কেটে চাপাতি দিয়ে মাথায় কোপও দেয়। এ ঘটনায় তাঁর মাথায় ১৪টি সেলাই দিতে হয়েছে জানান তিনি।
এ বিষয়ে জানতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন বিশ্বাসের মোবাইলে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি। পরে খুদে বার্তা দিলেও কোনো উত্তর পাওয়া যায়নি।
উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ফজলুল হক ফরহাদ বলেন, ‘হৃদয় মীর যে বলছে আমার লাইসেন্স নিয়ে দরপত্র কিনতে গিয়েছিল। এটা মিথ্যা কথা। ও কার লাইসেন্স নিয়ে গিয়েছিল সেটা জানি না।’
পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তা নির্মাণের জন্য ৯৬ লাখ টাকার কাজের জন্য গত বুধবার থেকে দরপত্র বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আগামী রোববার পর্যন্ত বিক্রি কার্যক্রম চলবে। জমা দেওয়ার শেষ তারিখ আগামী সোমবার।
আজকের ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কয়টি দরপত্র বিক্রি হয়েছে তা বলা সম্ভব নয়। অফিসের বাইরে একটি ঘটনার কথা শুনেছেন। কী বিষয়ে তা তিনি জানেন না। তিনি কালুখালীতে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। বর্তমানে সেখানে আছেন।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাফর সাদিক চৌধুরী বলেন, ঘটনাটি তাঁর কার্যালয়ের বাইরে ঘটেছে। বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছেন। আর যাতে কোনো বিশৃঙ্খলা না হয় এবং ঠিকাদাররা যাতে নিরাপদে দরপত্র কিনতে ও জমা দিতে পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে।
পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ‘ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, এ ঘটনায় নাজমুল শিকদার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।