Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

একদিনে ৩ বার টিকা দেওয়ার অভিযোগ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

একদিনে ৩ বার টিকা দেওয়ার অভিযোগ

এক শিক্ষার্থীকে একদিনে ৩ বার টিকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গাজীপুরের কাপাসিয়া উপজেলার একটি বিদ্যালয়ের টিকাকেন্দ্রে আজ বুধবার এই ঘটনা ঘটে। তবে বর্তমানে ওই শিক্ষার্থীর অবস্থা স্বাভাবিক রয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, প্রথমে লাইনে দাঁড়ালে লাইন থেকে ফরম স্বাক্ষরের পর সে টিকা প্রদানের কক্ষে প্রবেশ করে। তারপর একটি টেবিলের পাশের চেয়ারে তাকে বসতে বলা হয়। সেখানে তাকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়। পরে সামনের টেবিলের দিকে গেলে সেই টেবিলের টিকাদানকারী ব্যক্তি তাকে দ্বিতীয় ডোজ টিকা দেয়। দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার পর সে দাঁড়িয়ে থাকে। তারপর সে আরেকটি টেবিলের সামনে গিয়ে দাঁড়ালে সেই টেবিলের টিকাদানকারী ব্যক্তি তাকে টিকা নিতে বললে, সে তৃতীয় ডোজ টিকা নেয়। পরে সে এই ঘটনা বাড়িতে এসে তার মাকে জানায়। 

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বলেন, ‘আমি ছেলেকে সঙ্গে নিয়ে টিকাকেন্দ্রে যায়। সেখানে কোনো শৃঙ্খলা ছিল না। প্রায় ৫ হাজার শিক্ষার্থীকে সেখানে টিকা দেওয়া হচ্ছিল। শিক্ষার্থীরা ভেতরে যাচ্ছিল আর তাদের টিকা দেওয়া হচ্ছিল। কারও টিকার রেজিস্ট্রেশন কার্ডে টিকাদানকারীর স্বাক্ষর ছিল না।’ 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম বলেন, ‘আমি বিষয়টি জানার পর টিকাদানকারীর সঙ্গে কথা বলি। তিনি বলেন, তাকে একটি টিকা প্রদান করা হয়েছে। অসাবধানতাবশত তার শরীরে আরেকটি সুচের খোঁচা লেগেছে।’ 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক মো. আ. সালাম বলেন, ‘একাধিকবার টিকা দেওয়ার কোনো সুযোগ নেই। টিকা প্রদানের শেষে প্রতিটা টিকার রেজিস্ট্রেশন কার্ডে টিকাদানকারীর স্বাক্ষর থাকে।’ 

দাগি অপরাধী গ্রেপ্তার নেই, উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার

আমন সংগ্রহ লক্ষ্যমাত্রার ১০ শতাংশের কম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ইফতার ঘিরে মিলনমেলা

আতঙ্কের নাম গ্যাস বিস্ফোরণ

ঢাবি ছাত্রীকে হেনস্তাকারীর জামিনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, চাকরিতে বহাল করলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি

ডায়াপারের অনুমতি নিয়ে তৈরি হচ্ছিল ফিডার, ২ লাখ টাকা জরিমানা

চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা যুবদলের সভাপতিকে মারধর

খাম ছাড়া নারী দিবসের চিঠি, উপজেলা মহিলা কর্মকর্তাকে হুমকি