ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন হেলেনা জাহাঙ্গীর। আগামীকাল মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. বদরুজ্জামানের বেঞ্চে শুনানি হতে পারে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী সৈয়দ ফজলে ইলাহী।
আজ সোমবার ফজলে ইলাহী বলেন, 'হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে করা বাকি সব মামলায় তিনি বিচারিক আদালত থেকে জামিন পেয়েছেন। এখন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলে মুক্তি পাবেন তিনি।'
উল্লেখ্য, গত ২৯ জুলাই রাতে গুলশানের বাসা থেকে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র্যাব। তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনো সরঞ্জাম, বিদেশি মুদ্রা ও হরিণের চামড়া জব্দ করা হয়। পরদিন তার নামে গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। এছাড়া তার বিরুদ্ধে মিরপুর থানায় প্রতারণা এবং পল্লবী থানায় টেলিযোগাযোগ আইনে মামলা হয়েছে। তাঁকে আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।