হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে ছিনতাইকারীর গুলিতে আহত সবজি বিক্রেতার মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন কাশিমপুর বাজারে ছিনতাই করার সময় মানুষকে ভয় দেখাতে ছিনতাইকারীর ছোড়া গুলিতে আহত সবজি বিক্রেতা চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাতে মারা গেছেন। গত বুধবার রাতে তিনি আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

নিহত সবজি বিক্রেতার নাম জাহিদুল ইসলাম (৬২)। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার ছোট বুরুলিয়া গ্রামের মৃত মনসুর আলীর ছেলে। তিনি গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন নামা বাজার এলাকায় হাজীবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে কাশিমপুর বাজারে সবজি বিক্রি করতেন। 

বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। 

নিহতের মেয়ের জামাই মো. জাহাঙ্গীর আলম জানান, প্রতিদিনের মতো গেল বুধবার তাঁর শ্বশুর জাহিদুল ইসলাম কাশিমপুর বাজারে সবজি বিক্রি করছিলেন। বুধবার রাত সোয়া ১০টার দিকে বাজারের মিতু জুয়েলার্সের মালিক অনুপ কুমার দে দোকান বন্ধ করে বাসায় যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা ছিনতাইকারী দল তাঁর পথরোধ করে আঘাত করে। পরে তাঁর কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ সময় ছিনতাইকারী আতঙ্ক সৃষ্টি করতে এলোপাতাড়ি ফাঁকা গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি জাহিদুল ইসলামের হাতে লেগে তাঁর পেটের ভেতর ঢুকে যায়। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়। 

তিনি আরও বলেন, সেখানে ডাক্তার না থাকায় বুধবার রাতেই তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বেলা ৩টায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে ঢাকায় নিয়ে গেলে ওই দিন রাতেই সেখানে অপারেশন করা হয়। অপারেশনের এক ঘণ্টা পর রাত ১টার সময় মারা যান তিনি। 

গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন জানান, এ বিষয়ে এখনো মামলা হয়নি। স্বজনেরা লাশ দাফনের পর এজাহার দিবে। তবে, সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন