Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ঢাকার সব ভবনের পয়োনিষ্কাশন-গ্যাসলাইন পরীক্ষার নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার সব ভবনের পয়োনিষ্কাশন-গ্যাসলাইন পরীক্ষার নির্দেশ হাইকোর্টের

ঢাকার সব ওয়ার্ডের ভবন ও স্থাপনার পয়োনিষ্কাশন-গ্যাসলাইন পরীক্ষা করতে তদারকি দল গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সাত দিনের মধ্যে তদারকি দল গঠন করতে বলা হয়েছে। সেই সঙ্গে কোনো ত্রুটি থাকলে তা মেরামত করতে নির্দেশ দিয়েছেন আদালত। আর আট সপ্তাহ পর এই বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এ আদেশ দেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এবং ঢাকার দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে এই বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

এ ছাড়া ঢাকা সিটিতে অবস্থিত ভবন ও স্থাপনাগুলো নিয়মিত তদারকি এবং সিটিতে বসবাসকারীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গণপূর্ত সচিব, বিদ্যুৎ সচিব, স্থানীয় সরকার সচিব, রাজউক চেয়ারম্যান, তিতাস গ্যাস ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকার তিনতলা ভবন ও সিদ্দিকবাজারের সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা উল্লেখ করে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ১২ মার্চ রিট আবেদন করা হয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল তৌফিক সাজাওয়ার।

৩ কোটি টাকার আইসিইউ বিভাগ, জনবলসংকটে অচল

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

নারীর প্রতি সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন