হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল ছুড়ে ছত্রভঙ্গ পুলিশের

গাজীপুর প্রতিনিধি

বেতন বাড়ানোর ঘোষণার পরেও গাজীপুর মহানগরীর কোনাবাড়ী, জরুনসহ বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের দ্বারা বিক্ষোভ ও সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ছোড়া টিয়ার শেলের আঘাতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। 

শ্রমিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়। কিন্তু এতে সন্তুষ্ট হননি শ্রমিকেরা। ফলে বুধবার সকাল থেকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী, জরুন, বাইমাইলসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেন তাঁরা। একপর্যায়ে শ্রমিকেরা বিভিন্ন সড়ক অবরোধ করে কাঠ ও টায়ারে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া বিভিন্ন যানবাহন ভাঙচুরের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এদিকে শ্রমিকেরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। 

শ্রমিক ও এলাকাবাসী সূত্রে আরও জানা যায়, সকাল ৯টার দিকে শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া ও পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময়ে পুলিশ উত্তেজিত শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশের ছোড়া টিয়ার শেল ও রাবার বুলেটের আঘাতে অন্তত ১০ জন শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে কোনাবাড়ী পপুলার, কোনাবাড়ী ক্লিনিক ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, থানার পুলিশের পাশাপাশি র‍্যাব ও বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে। 

গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বলেন, ‘আন্দোলনকারী শ্রমিকেরা কয়েকটি আঞ্চলিক সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখেন। এ ছাড়া ভাঙচুরের চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। কয়েকজন আহত হওয়ার খবর আমরা পেয়েছি।’ 

তিনি আরও বলেন, বর্তমানে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন  রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য