হোম > সারা দেশ > ঢাকা

প্রাইভেট কারের পেছনে পুলিশ কর্মকর্তার দৌড়, গ্রেপ্তার ৫

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় গতকাল বুধবার একটি সিএনজি স্টেশনে কয়েক যুবকের আচরণে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের জন্য এগিয়ে যান এক পুলিশ কর্মকর্তা। পরে ঘটনা বেগতিক দেখে প্রাইভেট কার নিয়ে পালানোর চেষ্টা করেন তাঁরা। তাঁদেরকে ধরতে গাড়ির পেছনেই দৌড় দেন পুলিশ কর্মকর্তা। এ সময় প্রাইভেট কারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ডাকাতির কাজের জন্য রাখা বিভিন্ন দেশীয় অস্ত্র। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছেন পুলিশের কাছে। তাঁদের দেওয়া তথ্যমতে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার পাঁচজনকে আশুলিয়া থানা থেকে ৭ দিনের রিমান্ড আবেদন করে ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল বুধবার আশুলিয়ার জামগড়া সাউথ বেঙ্গল সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অমিতাভ চৌধুরী। পরে বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করেন তিনি। 

গ্রেপ্তাররা হলেন জিসান মণ্ডল (২৪), রাজু আহম্মেদ (২৪), আব্দুল মমিন (২৫), নয়ন ইসলাম (২৩) ও সৈনিক ইসলাম ওরফে শাহীন (২৮)। গ্রেপ্তাররা গাজীপুর ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় বসবাস করেন। তাঁদের মধ্যে জিসানের নামে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় আল আমিন ও লুৎফর রহমান নামের দুজনসহ অজ্ঞাত আরও ২-৩ জন পলাতক রয়েছেন। 

গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১টি মোটরসাইকেল,১টি প্রাইভেট কারসহ ২টি ‘ছ্যান দা’, ১ টি চাইনিজ কুড়াল, ১ টি ‘সুইচ গিয়ার’ ও ১টি লাঠি জব্দ করা হয়েছে। 

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অমিতাভ চৌধুরি বলেন, ‘নিয়মিত দায়িত্ব পালনের সময় আমি জামগড়ার সাউথ বেঙ্গল সিএনজি ফিলিং স্টেশনের সামনে অবস্থান করছিলাম। সেখানে সন্দেহভাজন একটি প্রাইভেট কারের যাত্রীদের জিজ্ঞাসাবাদ করতে গেলে তাঁরা পালানোর চেষ্টা করেন। আমিও তাঁদের পেছনে দৌড় দেই। পরে প্রাইভেট কারসহ ৩ জনকে আটক করা হয়।’ 

এসআই অমিতাভ চৌধুরি বলেন, ‘আটকদের কাছ থেকে রামদা, ছুরিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’ 

মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জোহাব আলী বলেন, ‘আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। তাঁদের সঙ্গে জড়িত বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে।’ 

এ ছাড়া আশুলিয়ার কুটুরিয়া এলাকায় পৃথক অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তাররা হলেন মাসুম (২৮), মেহেদী (২৫) ও বাহাদুর (৪১)। তাঁদের কাছ থেকে ১টি গ্রিল কাটার মেশিন, ১টি রেঞ্চ, ১টি সুইচ গিয়ার উদ্ধার করে জব্দ করা হয়েছে।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন