হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সাটুরিয়ায় ছিনতাই হওয়া হ্যালোবাইক উদ্ধার, গ্রেপ্তার ৪ 

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ছিনতাই হওয়া হ্যালোবাইক উদ্ধার ও উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা-পুলিশ।

গতকাল শুক্রবার দিবাগত রাতে সাটুরিয়ার র‍্যাইল্লা থেকে সম্রাট (২১), জান্না বাজার থেকে ফিরুজ কবির (২৩), সাটুরিয়া হাসপাতালের সামনে থেকে সুমন ওরফে আরিফ (২৪) ও ধামরাই বাজার থেকে হৃদয় (২৩) কে গ্রেপ্তার ও হৃদয়ের গ্যারেজ থেকে ছিনতাই হওয়া হ্যালো বাইকটি উদ্ধার করা হয়।   

থানা সূত্রে জানা যায়, গত বুধবার রাতে তাহের আলীর অটো হ্যালোবাইকটি মানিকগঞ্জ স্ট্যান্ড থেকে সম্রাট, ফিরোজ ও আরিফ সাটুরিয়া হান্দুলিয়া যাওয়ার জন্য ৪০০ টাকায় ভাড়া করেন। পথে সাটুরিয়া ইউনিয়নের রাধানগর স্থানে এলে রাত ১১টার দিকে তাঁকে জিম্মি করে অটো হ্যালোবাইকটি লুট করে নিয়ে যায়। পরে তাহের আলী বুধবার রাতেই থানায় একটি অভিযোগ করেন। 

সাটুরিয়া থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম বলেন, হৃদয় দীর্ঘ দিন যাবৎ চোরাই অটো হ্যালোবাইক বিক্রি করে আসছে। অভিযোগ পেয়ে সাটুরিয়া থানার একটি টিম ধামরাই ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই হ্যালোবাইক উদ্ধার ও ছিনতাইকারী চক্রের ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া ছিনতাই কাজে ব্যবহার করা ১টি ছুরি ও গামছা উদ্ধার করা হয়েছে। আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭