হোম > সারা দেশ > ঢাকা

কবরস্থানের অজুখানায় পড়ে ছিল নারীর মরদেহ, মাথায় আঘাতের চিহ্ন 

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি কবরস্থানের অজুখানা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া ও মুদারকান্দি গ্রামের কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহের অজুখানায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। তাৎক্ষণিক ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, সকালে স্থানীয় এক ব্যক্তি অজুখানায় মরদেহটি পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। এলাকার কেউ তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি। নিহতের বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। তাঁর শরীরের ওপরের অংশ বস্ত্রহীন ছিল। মাথার ওপরে আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, তাকে এখানে ডেকে এনে হত্যা করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা জালাল উদ্দীন বলেন, আড়ালিয়া গ্রামের রুবেলের স্ত্রী নুরজাহান গত রাতে মারা যান। সকালে তাঁর কবর খুঁড়তে গিয়ে দেখি অজুখানার ড্রেনে ওই নারীর মরদেহ পড়ে আছে।

গজারিয়া থানার ওসি মাহবুবুর রহমান বলেন, মরদেহের মাথার ওপরে আঘাতের চিহ্ন আছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। হত্যার আগে ধর্ষণের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য