ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইয়াজ আল রিয়াদকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার রাত সাড়ে ১১টায় রাজধানীর পরীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানার করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে বলে ডিবি সূত্রে জানা গেছে।