হোম > সারা দেশ > টাঙ্গাইল

বাসাইলে বিষধর সাপের কামড়ে যুবকের মৃত্যু

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইলে বিষধর সাপের কামড়ে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জিকাতলীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই যুবক জিকাতলীপাড়া গ্রামের কানাই চক্রবর্তীর ছেলে স্বপন চক্রবর্তী (৩৫)। তিনি অটোরিকশা চালক ছিলেন। 

নিহতের চাচাতো ভাই শীতল চক্রবর্তী জানান, গতকাল সন্ধ্যায় বাড়ির থেকে বের হওয়ার সময় বাড়ির রাস্তায় তাঁকে সাপে কামড় দেয়। পরে কবিরাজের খোঁজাখুঁজি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। 

মৃত স্বপনের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার সময় তাঁকে সাপে কামড়ায়। পরে স্থানীয় ওঝা কবিরাজ দিয়ে বিষ নামানোর চেষ্টা করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় রাত ১০টার দিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ‘বিষয়টি আমাকে কেউ জানায়নি, এব্যাপারে আমি অবগত নই।’ 

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল