Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

কিশোরীকে ধর্ষণের অপরাধে যুবকের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরীকে ধর্ষণের অপরাধে যুবকের যাবজ্জীবন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় কিশোরীকে ধর্ষণের অপরাধে মো. রিয়াদকে (২৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১। আজ রোববার বিকেলে ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হাবিবুল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 
দণ্ডিত মো. রিয়াদ উপজেলার বাসিন্দা।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, রিয়াদ এক কিশোরীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। একপর্যায়ে ওই কিশোরীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালের ১৫ মার্চ রাতে বাড়িতে পরিবারের লোকজনের অনুপস্থিতির সুযোগে রিয়াদ ওই কিশোরীকে ধর্ষণ করেন। পরে পরিবারের লোকজন বাড়ি ফিরলে ঘটনাটি জানায় ওই কিশোরী।

এর পর রিয়াদ ও তাঁর পরিবারকে বিয়ের ব্যাপারে চাপ দেন কিশোরী পরিবার। কিন্তু বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কালক্ষেপণ করতে থাকেন রিয়াদের পরিবার। এ পরিস্থিতিতে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পরও বিয়ে না করায় ২০১৮ সালের ১৭মে কিশোরীর মা বাদী হয়ে রিয়াদকে আসামি করে করিমগঞ্জ থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা করিমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুদ ২০১৯ সালের ৯ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মো. রিয়াদকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন।

বিচারিক প্রক্রিয়া শেষে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-১ বিচারক মোহাম্মদ হাবিবুল্লাহ আজ রোববার বিকেলে এই মামলার রায় ঘোষণা করেন।

গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, পুড়ে গেছে শতাধিক বাড়ি

নেতৃত্বের শূন্যতায় নগর জীবনে দুর্ভোগ চরমে

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু