Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

বিশেষ প্রতিনিধি, ঢাকা  

অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
সভাপতি মো. নজরুল ইসলাম ও মহাসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. নজরুল ইসলাম এবং ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন।

গত বুধবার জরুরি সভায় ২০২৫-২৬ সালের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী অ্যাডহক কমিটি গঠন করা হয়। আজ শুক্রবার সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অ্যাসোসিয়েশনের সহসভাপতি হিসেবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিবুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, জন্ম ও মৃত্যুনিবন্ধন রেজিস্ট্রারের কার্যালয় ডেপুটি রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত সচিব) মির্জা তারিক হিকমত, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহবুবুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বাবুল মিয়াকে নির্বাচিত করা হয়েছেন।

কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিব কানিজ মওলা।

সদস্য পদে ইকবাল আব্দুল্লাহ হারুন (পরিকল্পনা কমিশনের সদস্য), মো. সাইফুল্লাহ পান্না (সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়), ড. মো. ওমর ফারুক, (রেক্টর, বিসিএস প্রশাসন একাডেমি), মো. আবদুল মালেক (মহাপরিচালক, বিয়াম ফাউন্ডেশন), কে এম আলী নেওয়াজ (অতিরিক্ত সচিব, নির্বাচন কমিশন সচিবালয়), ড. মোহাম্মদ মিজানুর রহমান (অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়), মো. মনিরুজ্জামান মিঞা (যুগ্ম সচিব, স্থানীয় সরকার বিভাগ) নির্বাচিত হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির সভাপতি ড. মো. আনোয়ার উল্ল্যাহ এবং মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমানসহ অ্যাসোসিয়েশনের কিছুসংখ্যক পদে দায়িত্বশীল কর্মকর্তা অবসরে যাওয়ায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র মোতাবেক এসব পদ পূরণসহ কমিটি পুনর্গঠনের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

কীর্তিনাশায় হাত-পা ধুতে গিয়ে মিলল আরেক ‘ডাকাতের’ লাশ

আমির হোসেন আমু, স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

চার দফা দাবি আদায়ে ১০ মার্চ পর্যন্ত ম্যাটস শিক্ষার্থীদের আলটিমেটাম

মাদারীপুরে ট্রিপল মার্ডার: ইউপি চেয়ারম্যানসহ ২ জন গ্রেপ্তার

১৩ দফা দাবিতে শ্রমিক কর্মবিরতি, শ্রীপুরে সোয়েটার কারখানা বন্ধ ঘোষণা

ঈদের আগেই উত্তরখানের প্রধান সড়কের কার্পেটিং শেষ হবে: ডিএনসিসি প্রশাসক

সাভারে দিনদুপুরে চলন্ত বাসে ডাকাতি, টাকা স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট

ফরিদপুরে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পরদিনই ১১ জনের পদত্যাগ

ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র সংসদের পতাকা উত্তোলন কর্মসূচি

স্ত্রী-কন্যাসহ সাবেক এমপি তানভীরের নামে দুদকের মামলা