হোম > সারা দেশ > ঢাকা

সেই শিশু স্বজনদের জিম্মায়, আর ঝগড়া করবেন না বলে কথা দিয়েছেন বাবা–মা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারি জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল করে মায়ের বিরুদ্ধে অভিযোগ দেওয়া সেই শিশুকে স্বজনদের জিম্মায় দিয়েছে পুলিশ। এ ছাড়া বাবা–মাও কথা দিয়েছেন, তাঁরা সন্তানের সামনে আর ঝগড়া–বিবাদ করবেন না। 

আজ শনিবার মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। 

ওসি মহসীন বলেছেন, ‘শিশুটিকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। পরিবার দাবি করেছে, মা মানসিকভাবে অসুস্থ, তাঁকে চিকিৎসকের কাছে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কাউন্সেলিং করতে হবে। তিনি এর আগেও মনোরোগ চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন স্বজনেরা।’ 

গতকাল শুক্রবার বিকেলে ৯৯৯–এ ফোনকল পেয়ে আট বছর বয়সী ওই শিশুকে উদ্ধার ও তার মাকে (৩০) আটক করে থানায় নিয়ে যায় মিরপুর মডেল থানার পুলিশ। 

অভিযোগকারী শিশুটি মিরপুর ৬০ ফিট এলাকার একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী। পুলিশের কাছে শিশুটি জানিয়েছে, তার বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। আর এ কারণে মা তাকে প্রায়ই মারধর করেন। বাবা তাকে বলেছেন, কোনো বিপদে পড়লে ৯৯৯-এ কল দিতে। এই নম্বরে কল দিলে পুলিশ আসে। এ জন্য সে মোবাইল ফোনে ৯৯৯-এ কল দিয়েছিল। কল দিয়ে সে মায়ের বিরুদ্ধে নির্যাতনের নালিশ দিয়েছে। 

শিশুটির বাবা পেশায় এসির মেকানিক। মা গৃহিণী। শিশুটিকে উদ্ধার ও মাকে আটকের পর থানায় পরিবারের অন্য সদস্য ও স্বজনদের ডাকা হয়। ওসি মহসীন জানিয়েছেন, গতকাল দিবাগত রাত ১২টার দিকে শিশুটিকে তার দাদা, নানা, নানিসহ অন্য স্বজনেরা এসে তাদের জিম্মায় নিয়ে যান। শিশুটির বাবা–মা সন্তানের সামনে আর ঝগড়া করবেন না বলেও পুলিশকে কথা দিয়েছেন।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য