Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সেই শিশু স্বজনদের জিম্মায়, আর ঝগড়া করবেন না বলে কথা দিয়েছেন বাবা–মা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সেই শিশু স্বজনদের জিম্মায়, আর ঝগড়া করবেন না বলে কথা দিয়েছেন বাবা–মা

সরকারি জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল করে মায়ের বিরুদ্ধে অভিযোগ দেওয়া সেই শিশুকে স্বজনদের জিম্মায় দিয়েছে পুলিশ। এ ছাড়া বাবা–মাও কথা দিয়েছেন, তাঁরা সন্তানের সামনে আর ঝগড়া–বিবাদ করবেন না। 

আজ শনিবার মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। 

ওসি মহসীন বলেছেন, ‘শিশুটিকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। পরিবার দাবি করেছে, মা মানসিকভাবে অসুস্থ, তাঁকে চিকিৎসকের কাছে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কাউন্সেলিং করতে হবে। তিনি এর আগেও মনোরোগ চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন স্বজনেরা।’ 

গতকাল শুক্রবার বিকেলে ৯৯৯–এ ফোনকল পেয়ে আট বছর বয়সী ওই শিশুকে উদ্ধার ও তার মাকে (৩০) আটক করে থানায় নিয়ে যায় মিরপুর মডেল থানার পুলিশ। 

অভিযোগকারী শিশুটি মিরপুর ৬০ ফিট এলাকার একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী। পুলিশের কাছে শিশুটি জানিয়েছে, তার বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। আর এ কারণে মা তাকে প্রায়ই মারধর করেন। বাবা তাকে বলেছেন, কোনো বিপদে পড়লে ৯৯৯-এ কল দিতে। এই নম্বরে কল দিলে পুলিশ আসে। এ জন্য সে মোবাইল ফোনে ৯৯৯-এ কল দিয়েছিল। কল দিয়ে সে মায়ের বিরুদ্ধে নির্যাতনের নালিশ দিয়েছে। 

শিশুটির বাবা পেশায় এসির মেকানিক। মা গৃহিণী। শিশুটিকে উদ্ধার ও মাকে আটকের পর থানায় পরিবারের অন্য সদস্য ও স্বজনদের ডাকা হয়। ওসি মহসীন জানিয়েছেন, গতকাল দিবাগত রাত ১২টার দিকে শিশুটিকে তার দাদা, নানা, নানিসহ অন্য স্বজনেরা এসে তাদের জিম্মায় নিয়ে যান। শিশুটির বাবা–মা সন্তানের সামনে আর ঝগড়া করবেন না বলেও পুলিশকে কথা দিয়েছেন।

নিজের তৈরি ‘উড়োজাহাজে’ উড়লেন কৃষকের ছেলে জুলহাস

‘উচ্চ বংশীয়’ ছাগলের খামারি ইমরান কারাগারে

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

হতের টানেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

কর্ণফুলী নদীতে মিলল যুবকের গলিত লাশ

ধোলাইখালে জবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল

মুন্সিগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, ৩ জনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ফরিদপুরে পদ্মায় বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার ট্রলারডুবি, ২ জেলে আহত

সাটুরিয়ায় চোরাই গরু উদ্ধার করতে গিয়ে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

হাতিরঝিলে চলন্ত মাইক্রোবাসে আগুন