Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

আমরা জনগণকে পাহারা দিই: ওবায়দুল কাদের

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

আমরা জনগণকে পাহারা দিই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি আন্দোলনের কথা বলে আতঙ্ক ছড়ায়। তারা আন্দোলনের নামে ভাঙচুর করে, মানুষকে পুড়িয়ে মারে। আমরা এসব কারণে আমরা জনগণকে পাহারা দিই। আমরা জনগণের পাহারাদার।’ 

আজ শনিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জের একটি রিসোর্টে অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা ও আনন্দ সম্মেলনে অংশগ্রহণের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

এ সময় ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশে বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের কথা ভুলে যান। তত্ত্বাবধায়ক সরকার স্লোগানে নিয়ে লাভ নেই। ওই অস্বাভাবিক সরকার, অসাংবিধানিক সরকার বাংলাদেশে আর আসবে না ইনশা আল্লাহ। সরকার পদত্যাগ করবে কেন? মামা বাড়ির আবদার! হাওয়া ভবনের যুবরাজ ক্ষমতায় বসবে, এটা বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নিবে না।’ 

বিএনপির পদযাত্রায় বাধা দেওয়ার জন্য নয়, জনগণের নিরাপত্তার জন্য আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে বলে মন্তব্য করে কাদের বলেন, ‘আমরা ক্ষমতায় আছি। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ১৪ বছর ক্ষমতায়। ক্ষমতাসীন দল হিসেবে দেশের জনগণের জানমাল রক্ষা করা আমাদের করণীয় দায়িত্ব। জনগণের জানমাল আমাদের রক্ষা করতে হবে। আওয়ামী লীগ সরকার যত দিন ক্ষমতায় আছে, অভিনয় শিল্পীদের কোনো কালো আইন নিয়ন্ত্রণ করতে পারবে না।’ 

উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী সমিতির সভাপতি আহসান হাবিব নাসিমের সভাপতিত্বে ও অভিনয় শিল্পী রনক হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন অভিনেতা আমিরুল হক চৌধুরী, সহিদুল ইসলাম সাচ্চু, ডলি জহুর, দিলারা জাহান, মামুনুর রশীদ, তারিক রহমান খানসহ প্রমুখ। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ওবায়দুল কাদেরকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন অভিনেত্রী জয়া আহসান। 

কীর্তিনাশায় হাত-পা ধুতে গিয়ে মিলল আরেক ‘ডাকাতের’ লাশ

আমির হোসেন আমু, স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

চার দফা দাবি আদায়ে ১০ মার্চ পর্যন্ত ম্যাটস শিক্ষার্থীদের আলটিমেটাম

মাদারীপুরে ট্রিপল মার্ডার: ইউপি চেয়ারম্যানসহ ২ জন গ্রেপ্তার

১৩ দফা দাবিতে শ্রমিক কর্মবিরতি, শ্রীপুরে সোয়েটার কারখানা বন্ধ ঘোষণা

ঈদের আগেই উত্তরখানের প্রধান সড়কের কার্পেটিং শেষ হবে: ডিএনসিসি প্রশাসক

সাভারে দিনদুপুরে চলন্ত বাসে ডাকাতি, টাকা স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট

ফরিদপুরে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পরদিনই ১১ জনের পদত্যাগ

ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র সংসদের পতাকা উত্তোলন কর্মসূচি

স্ত্রী-কন্যাসহ সাবেক এমপি তানভীরের নামে দুদকের মামলা