রাজধানীর তুরাগে বানরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। গত ১০ দিনে ২০ জনেরও বেশি শিশু, নারী ও বয়স্ক ব্যক্তি বানরের আক্রমণে আহত হয়েছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫২ নং ওয়ার্ডের বাউনিয়া, কালিবাড়ি ও আদর্শ পাড়া এবং তুরাগের শেষ প্রান্ত ক্যান্টনমেন্টের গোয়ালটেক এলাকায় বৃহস্পতিবার (১২ আগস্ট) খোঁজখবর নিয়ে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
তুরাগ এলাকার বাসিন্দারা আজকের পত্রিকাকে জানান, বানরের আক্রমণ থেকে শিশু থেকে বৃদ্ধা কেউই বাদ যাচ্ছে না। প্রতিদিনই বানরের আক্রমণে আহত হচ্ছেন কেউ না কেউ। শুধু মানুষকে আহত করেই সীমাবদ্ধ নয় এসব বানর। বানরগুলো গাছের ফলমূলও নষ্ট করছে।
বাউনিয়ার স্থানীয় বাসিন্দা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী কানিজ ফাতেমা মাহমুদা আজকের পত্রিকাকে বলেন, ‘খাবার নিয়ে কেউ বাসার ছাদেও যেতে পারে না বানরের অত্যাচারে। খাবার দেখলেই ক্ষুধার্ত বানরগুলো শিশু থেকে বয়স্ক সকলের ওপর ঝাঁপিয়ে পড়ে। খাবার কেড়ে নেয়।’ তিনি আরও বলেন, ‘গাছের কাঁঠাল, পেঁপেসহ বিভিন্ন ফলমূলও নষ্ট করছে বানরেরা।’
একই এলাকার বাসিন্দা হাবুল বলেন, ‘হঠাৎ করে ঘরে ঢুকেই আমার শিশু সন্তানকে কামড় দিয়েছে বানর। ঠিকমতো ঘরের বাইরে কাপড়ও শুকানো যায় না বানরের অত্যাচারে।’
তুরাগের কালিবাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলেন, ‘গ্রামের পাশের বন থেকে হঠাৎ করে বের হয়েই তাণ্ডব চালায় বানরের দল। যার ফলে শিশু ও বৃদ্ধারা এক রকম গৃহবন্দী অবস্থায় রয়েছে।’
ডিএনসিসি'র ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ফরিদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, বানরের আক্রমণে এ পর্যন্ত ২০ জনেরও বেশি শিশু ও বয়স্ক লোক আহত হয়েছেন। তাঁদের সবাইকে জলাতঙ্ক রোগের টিকা দেওয়া হয়েছে। বানরের অত্যাচার রোধে সিটি করপোরেশনের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।