নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নেত্রকোনার উদীচীর কার্যালয়ে বোমা হামলার ঘটনায় জেএমবি সদস্য ইউনুছ আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। তাঁর আপিল খারিজ করে আজ বুধবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এই রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।
২০০৫ সালে নেত্রকোনায় উদীচীর কার্যালয়ে বোমা হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় বিচারিক আদালত ২০০৮ সালে আসাদুজ্জামান পনির, সালাউদ্দিন সোহেল ও ইউনুছ আলীর ফাঁসির রায় দেন। ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে ২০১৪ সালে হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রাখেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিরা পৃথকভাবে আপিল করেন পরবর্তীতে।
সারওয়ার হোসেন বাপ্পী বলেন, ২০১৬ সালে আসাদুজ্জামান পনিরের আপিল খারিজ হয়। রিভিউ আবেদন করলে তাও খারিজ করেন আপিল বিভাগ। পরে আনুষ্ঠানিকতা শেষে ২০২১ সালে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়েছে। আর সালাউদ্দিন সোহেলের অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।