গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের বরাতে সদর থানার উপপরিদর্শক (এসআই) ফয়জুর রহমান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।
এসআই ফয়জুর রহমান বলেন, আজ ভোরে সদর উপজেলার গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মধ্যবয়সী অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে রাজবাড়ী রেলওয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেছে। রেলওয়ে পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হবে।