হোম > সারা দেশ > ঢাকা

শিশুরা জেগে উঠলে অন্ধকার দূরীভূত হবে: স্পিকার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

শিশুরা জেগে উঠলে অন্ধকার দূরীভূত হবে। তারাই আমাদের জন্য একটি আলোকিত বিশ্ব গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ শনিবার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত বিশ্ব শিশু ও শিশু অধিকার সপ্তাহ–২০২১ এর সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিশুদের শারীরিক ও মানসিক নির্যাতন এবং শোষণ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, শিশুরা ভালোবাসা চায়। আর এই ভালোবাসা যেন তারা পরিবার থেকেই পায়। কোনভাবেই তাদের যেন নির্যাতন ও শোষণ করা না হয়। 

অভিভাবকদের উদ্দেশে শিরীন শারমিন বলেন, শিশুরা অনেক কিছু ভাবে। এই ভাবনাগুলো ইতিবাচক। তাই তাদের কথা বলার আরও সুযোগ করে দিতে হবে। তাদের কথা শোনার ধৈর্যও আমাদের রাখতে হবে। 

'যখন আমি খোকা ছিলাম, ছিলাম ভালো বেশ। খোকা হয়েই বাবার কাছে বায়না ছিল অশেষ' কবিতার কিছু লাইন উল্লেখ করে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম বলেন, আমরা চাই প্রতিটি শিশুর শৈশব হোক গৌরবান্বিত। আমরা যেন শিশু অধিকার বিষয়ে সচেতন থাকি। 

এ সময় তিনি সর্বস্তরের নাগরিকদের শিশুর কল্যাণে কাজ করার আহ্বান জানান। এ ছাড়া শিশুদের প্রতি দায়িত্ববোধ যেন শুধু একটি সপ্তাহের মধ্যেই সীমিত না থাকে, সে জন্য সকল অভিভাবক ও সচেতন মহলের কাছে শিশুদের প্রতি দায়িত্বশীল আচরণ করার আহ্বানও জানান শিশু একাডেমির চেয়ারম্যান।   

এ ছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম। 

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, শিশুদের সৃজনশীল ও মননশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আজ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাস্তরে কোন বৈষম্য নেই।  শিশুরা ধীরে ধীরে এগিয়ে যাবে। বিশ্ব দরবারে তারাই বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ শিশু একাডেমির শিক্ষার্থীবৃন্দ ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। 

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য