হোম > সারা দেশ > ঢাকা

বনভূমিতে অভিযান শেষে ফেরার পথে প্রশাসনের লোকজনের ওপর হামলা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর বাজার এলাকায় প্রশাসনের লোকজনের ওপর হামলার সময় স্থানীয় লোকজন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে বনভূমিতে অভিযান শেষে ফেরার পথে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় লোকজনের বিরুদ্ধে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ও দুটি ভেকু ভাঙচুর করা হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

আজ মঙ্গলবার বিকেলে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর বাজারে হামলার ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী একজনকে আটক করেছে।

আহতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল (৩৫), ইউএনওর গাড়ি চালক মো. হানিফ (৩২), মো. আরফান (২৫), আশিক (২৬), ভেকু চালক মো. রাসেল (৩৫), হাকিম উল্লাহ্ (৩৪) ও রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তার গাড়িচালক লিটন মিয়া (৪৫)। আটক ব্যক্তির নাম মাহাবুব হোসেন (৩২)।

হামলা হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ইউএনও সজিব আহমেদ। তিনি বলেন, ইজ্জতপুর এলাকায় বনভূমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান শেষে ফেরার পথে স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম ও তাঁর ছেলে মাসুদের নেতৃত্বে অর্ধশতাধিক মানুষ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর শুরু করে। এ সময় ইটপাটকেল ছুড়তে থাকে। ইটপাটকেলের আঘাতে উপজেলা সহকারী কমিশনারসহ (ভূমি) বেশ কয়েকজন আহত হন।

ইউএনও সজিব আহমেদ আরও জানান, হামলাকারীরা ইউএনওর গাড়ি, সহকারী কমিশনারের (ভূমি) গাড়ি ও দুটি ভেকু ভাঙচুর করেন হামলাকারীরা। এরপর অভিযান পরিচালনা করে এক যুবককে আটক করেছে পুলিশ। আহতদের উদ্ধার করে শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সিরাজুল ইসলাম ও তাঁর ছেলে মাসুদ পলাতক আছেন। হামলার বিষয়ে জড়িতদের বিরুদ্ধে সব ধরনের আইনি পদক্ষেপ নিচ্ছে উপজেলা প্রশাসন।

ঢাকা বিভাগীয় সহকারী বনসংরক্ষক এ সি এফ শামসুল আরেফিন বলেন, উচ্ছেদ অভিযান পরিচালনা শেষে ফেরার পথে এলোপাতাড়ি হামলা চালায় জবরদখলকারীরা। এ ঘটনায় বন বিভাগের রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তার গাড়িচালকও আহত হয়েছেন।

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন